‘আমরা সুপার এইটের জন্য রোমাঞ্চিত’

‘আমরা সুপার এইটের জন্য রোমাঞ্চিত’

বাংলাদেশের শুরুটা একদমই ভালো ছিল না। ব্যাট হাতে ১০৬ রানের পুঁজি কমই মনে হচ্ছিল। অবশ্য এবারের বিশ্বকাপে অবলীলায় কম রানও রক্ষা করে ফেলছে দলগুলো। তাই আশা হারাননি টাইগার বোলাররা। তানজিম হাসান সাকিব দেখিয়েছেন বল হাতে নিজের দাপট। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর তাতেই বাংলাদেশ ম্যাচে ফিরে আসে এবং শেষ পর্যন্ত জয় তুলে নেয়। 

বাংলাদেশ নেপালকে হারিয়েছে ২১ রানের ব্যবধানে। তানজিম জানালেন, পুঁজিটা যখন ছোট ছিল, তখন নিজেদের শান্ত রাখাটাই সবচেয়ে বড় কাজ ছিল। তার কথা, ‘আর সবচেয়ে বড় কথা, আমরা ঘাবড়ে যাইনি। আমরা জানতাম এই রান নিয়ে আমরা জিততে পারব।’

এরপর আসল বোলিং প্রসঙ্গ। তানজিমের কথা, ঠিক জায়গায় বল করাতেই মিলেছে সাফল্য। তার কথা, ‘কাজগুলো যত সহজভাবে করা যায়, আমরা তাই করতে চেয়েছি। আমরা ভালো জায়গায় বল করতে চেয়েছি।’

সে কাজটা দলের বোলাররা ভালোভাবেই সেরেছে, বিশ্বাস সাকিবের। তার কথা, ‘বোলিং অ্যাটাক হিসেবে আমরা বেশ ভালো বল করেছি। এ কারণেই আমরা স্কোরটা ডিফেন্ড করতে পেরেছি।’

নিজের বোলিংয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আগ্রাসী হতে চেয়েছিলাম, আমার পরিকল্পনাগুলো ভালোভাবে কাজে লাগাতে চাইছিলাম। এখানে রান করা সহজ ছিল না। আমরা আমাদের লাইন লেন্থ ঠিক রেখেছি, আর এটাই কাজে দিয়েছে।’

এবার বাংলাদেশের সামনে সুপার এইটের বৈতরণী। সে মঞ্চটা নিয়ে পুরো দল রোমাঞ্চিত, জানান তানজিম। তার কথা, ‘আমরা সুপার এইটের জন্য রোমাঞ্চিত। আমরা বেশ আত্মবিশ্বাসী। আশা করছি আমরা সেখানেও ভালো করব।’

সম্পর্কিত খবর