অস্ট্রেলিয়া ম্যাচের আগে যা বললেন হাথুরুসিংহে
বিশ্বকাপের গ্রুপ পর্বের বৈতরণী পার করে ফেলেছে বাংলাদেশ। এবার লড়াইটা সুপার এইটের। প্রথম ম্যাচেই দলের সামনে প্রতিপক্ষ ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, যারা গ্রুপ পর্বের সব ম্যাচে জিতে এসেছে শেষ আটে।
এই ম্যাচের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। তিনি কথা বললেন ম্যাচের নানান দিক নিয়ে। স্পোর্টসবাংলার পাঠকদের জন্য তা তুলে ধরা হলো–
সুপার এইট প্রসঙ্গে–
আমরা যখন টুর্নামেন্টে এসেছি, তখন আমাদের লক্ষ্য ছিল সুপার এইট। আমি মনে করি সেটা ভালোভাবেই অর্জন করে ফেলেছি আমরা। আমাদের বোলাররা দলকে ভালোভাবেই ম্যাচে রেখেছে সব দিন। আমরা কন্ডিশনটা ভালোভাবে পড়েছি, সেটা নিজেদের কাজে লাগিয়েছি।
প্রাথমিক লক্ষ্য অর্জনের পর দলের লক্ষ্য কী?
এখানে আসতে পেরে আমরা বেশ আনন্দিত। এখান থেকে আমরা যাই অর্জন করি না কেন, সেটা হবে উপরি পাওনা। আর তাই আমরা বেশ স্বাধীনতা নিয়ে খেলব। আমরা প্রত্যেকটা দলকে নিজেদের সাধ্যমতো চ্যালেঞ্জ জানাতে চাই।
দলের সবার ভূমিকা নিয়ে–
আমরা এই খেলাটা খেলি কেন? উপভোগ করতে। তবে উপভোগের মানে এই নয় যে নিজেদের ভূমিকা থেকে সরে আসা। দলের প্রত্যেকের একটা ভূমিকা আছে, সেটা পালন করতে স্বাধীনতা, উপভোগের সুযোগ তাদের থাকবে সব সময়ের মতো, যেমনটা জাতীয় দল তো বটেই, ক্লাব ক্রিকেট বা পার্কের ক্রিকেটেও থাকে। এ কারণেই তো আমরা খেলাটা শুরু করি! উপভোগটা আমাদের কাছে সবার আগে। তবে দলের সবাইকে দায়িত্বটা ঠিকঠাক পালন করতেই হবে।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জানা-শোনা সম্পর্কে–
১২ মাস আগে আমি সেখানে ছিলাম। আমি তাদের অনেককে চিনি, তারা বেশ ভালো খেলোয়াড়, নিজেদের খেলাটা সম্পর্কে তারা বেশ আত্মবিশ্বাসী। আমরা তাদের অনেক শক্তিমত্তা আর দুর্বলতা সম্পর্কে জানি। কিন্তু সেসব খুব একটা সাহায্য করবে না। খেলাটা যেদিন হবে, সেদিনের কন্ডিশন পড়তে পারাটা অনেক বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। তো আমাদের মনোযোগটা থাকবে কীভাবে কন্ডিশনটাকে নিজেদের কাজে লাগানো যায়। এটা নিয়েই আমরা কথা বলছি এখন।