অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিবর্তন আসবে বাংলাদেশ একাদশে?

অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিবর্তন আসবে বাংলাদেশ একাদশে?

গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে বাংলাদেশ চলে এসেছে সুপার এইটে। একটু এদিক ওদিক হলে চার ম্যাচের চারটাতেই জয় পেতে পারত বাংলাদেশ। তবে তাই বলে একাদশের সবাই যে নিখুঁত পারফর্ম করছেন, বিষয়টা এমন নয় মোটেও।

বাংলাদেশের এবারের বিশ্বকাপের একাদশে খুঁত আছে অনেক জায়গায়। দলকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে এখন টপ অর্ডার। যেই নামছেন, ব্যর্থ হচ্ছেন। পরিস্থিতিটা এমন দাঁড়াচ্ছে যে বাংলাদেশের খেলাটা যেন শুরু হচ্ছে টপ অর্ডার থেকে দুটো উইকেট গেলে তবেই। 

এরপরও বাংলাদেশ গ্রুপ পর্বের বৈতরণী পার করে ফেলেছে। কারণ দলের বোলিং ছিল বেশ ভালো। টুর্নামেন্টেরই অন্যতম ধারাবাহিক আক্রমণ ছিল বাংলাদেশের।

তবে এবার বাংলাদেশের ম্যাচটা হবে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। যেখানের প্রধান বৈশিষ্ট্য ব্যাটিং সহায়ক উইকেটে। বোলিং সহায়ক উইকেটে ব্যাটাররা শুরুর চাপটা নিতে পারেননি। সেই তাদেরকে এবার ব্যাটিং সহায়ক উইকেটেও দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আর সে কারণে আগামীকালকের ম্যাচেও কোনো পরিবর্তন আসার সম্ভাবনাটা বেশ কম। 

বোলিং আক্রমণ এখন পর্যন্ত পারফর্ম করেছে বেশ ভালোভাবে। সেখানেও পরিবর্তন আসছে না। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ব্যাটার একজন কমিয়ে শরিফুল ইসলামকে দলে আনার বিষয়ে ভাবা যেত। কিন্তু টপ অর্ডারের টানা ব্যর্থতায় ছোট হয়ে আসা ব্যাটিং লাইন আপ সে পথেও হাঁটতে দিচ্ছে না ম্যানেজমেন্টকে।

ওদিকে অস্ট্রেলিয়া এই ম্যাচে উইকেট বিচার করে মাঠে একাদশ নামাবে। সে বিষয়ে মিচেল মার্শ অবশ্য মুখ খোলেননি একটুও। তবে জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার একাদশে কাল দেখা মিলতে পারে তিন সামনের সারির পেসারের।   

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ–
ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড।

সম্পর্কিত খবর