বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে চোখ রাখুন তাদের ওপর
সবশেষ ওয়ানডে বিশ্বকাপেই বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার দেখা হয়েছে একবার। শেষ পাঁচ বছরে এই লড়াইয়ের আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়েছে দুই দলের। তার আগে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজও খেলেছে দুই দল। ফলে বাংলাদেশের বোলিং আক্রমণকে খুব বেশি অচেনা ঠেকছে না তাদের কাছে। একজন বাদে, তিনি রিশাদ হোসেন।
রিশাদ হোসেনের অভিষেক গেল বছর। তার পর থেকে এই প্রথম তিনি খেলছেন কোনো আইসিসি ইভেন্টে। এসেই আলো কেড়ে নিয়েছেন। এক ম্যাচে হয়েছেন সেরা, আরও এক ম্যাচে দলের জয়ের নায়ক বনেছেন তিনি।
সেই তিনি অবশ্য অস্ট্রেলিয়ার সামনে পড়েননি কখনও। অস্ট্রেলিয়ার কাছেও তিনি বেশ অপরিচিত। দলটার জন্য বড় চ্যালেঞ্জই হয়ে উঠতে পারেন তিনি।
এবারের বিশ্বকাপে রিশাদ এখন পর্যন্ত ৭ উইকেট তুলে নিয়েছেন। উইকেটপ্রতি খরচ করেছেন সাড়ে ১৪ করে রান। আর ইকনমিটাও বেশ স্বাস্থ্যকর, ৬.৮। তার এমন ছন্দ, সঙ্গে যোগ করুন অস্ট্রেলিয়ার সামনে প্রথম বারের মতো পড়াকে। তিনি রহস্য হয়ে উঠতে পারেন আগামীকাল সকালে।
তবে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ইতিহাসটাকে অবশ্য রিশাদ ভাবনায় রাখতে পারেন। ২০২৩ সালের শুরু থেকে ডান হাতি রিস্ট স্পিনারদের বিপক্ষে অজিরা রান তুলেছে ১৪৪.০২ স্ট্রাইক রেটে। রিস্ট স্পিনারদের বিপক্ষে নিদেনপক্ষে ১৫০ বল খেলেছে এমন দলগুলোর ভেতরে এই স্ট্রাইক রেটটা তৃতীয় সর্বোচ্চ। দুই দলের লড়াইয়ের এই অংশটায় বাড়তি নজর দিতে পারেন কাল সকালে।
বাংলাদেশের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে আসতে পারেন ট্র্যাভিস হেড। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন, দলের শিরোপাজয়ের পথে বড় নিয়ামক হিসেবে কাজ করেছেন তিনি। স্পিনের বিপক্ষে তার মুন্সিয়ানা বেশ। সবশেষ আইপিএলে স্পিনের বিরুদ্ধে ১৬৪.৫১ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। যদিও ইংল্যান্ড ম্যাচে মইন আলী আর উইল জ্যাকসের স্পিনের বিরুদ্ধে খাবি খেয়েছেন তিনি। তাকে রুখতে বাংলাদেশ কাল কী করবে? শুরুতেই স্পিন আনার স্পর্ধাটা কি দেখা যাবে?