‘গম্ভীর ছুঁলেই সোনায় পরিণত হবে ভারতীয় দল’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। তার জায়গায় নতুন কোচ হওয়ার দৌড়ে আছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। গত মঙ্গলবার কোচ হওয়ার জন্য বিসিসিআইয়ের কাছে ইন্টারভিউও দিয়েছেন গম্ভীর। তবে শুধু গম্ভীর একা নন, উব্লিউভি রমনও আছেন সেই ইন্টারভিউ দেওয়াদের তালিকায়।
স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে তবে কে হচ্ছেন ভারতের পরবর্তী কোচ। এমন প্রশ্নে অবশ্য পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল বেছে নিয়েছেন গৌতম গম্ভীরকেই। তার মতে, গম্ভীর ছুঁলেই সোনায় পরিণত হবে ভারত। ধরা দেবে সাফল্য।
গম্ভীরকে নিয়ে কামরান বলেন, ‘গম্ভীর যা স্পর্শ করে তাই সোনা হয়ে যায়। সে যদি ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয় তবে সেটিও সাফল্য পাবে।’
ভারতের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জয়ের কীর্তি আছে গৌতম গম্ভীরের। দুটি ফাইনালেই ভারতের শিরোপা জয়ের ভিত গড়ে দিয়েছিলেন গম্ভীর। সেই তিনি পরবর্তীতে আইপিএলেও সাফল্য এনে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। তার অধীনে দুটি শিরোপা জিতেছে কলকাতা। তার বিদায়ের পর শিরোপা জিততে পারছিল না কলকাতা। অবশেষে মেন্টর হয়ে এই মৌসুমে কলকাতায় যোগ দেন তিনি। সেখানেও সাফল্য পেয়েছেন তিনি। দলকে জিতিয়েছেন শিরোপা।
গম্ভীরের সেই সাফল্য টেনে কামরান বলেন, ‘গম্ভীর লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এর সাথে ছিলেন। তার অধীনে তারা সত্যিই ভালো করেছে। কিন্তু যখন সে কেকেআর-এর একজন মেন্টর হন তখন তারা চ্যাম্পিয়ন হয়েছে। সে (গম্ভীর) একজন আশ্চর্যজনক পরিকল্পনাকারী। তার একটি উজ্জ্বল ক্রিকেট মন আছে। তার সঙ্গে আমি অনেক ক্রিকেট খেলেছি। আমরা একসাথে খেলেছি, খাবার খেয়েছি এবং আড্ডা দিয়েছি। আমরা এখনো ভালো বন্ধু। আমাদের এখনও যোগাযোগ হয়।’
ভারতের কোনো বিদেশি কোচের প্রয়োজন নেই বলেও মনে করেন কামরান। সেই সঙ্গে দ্রাবিড়ের জায়গায় গম্ভীরকে বসিয়ে বোলিং কোচ হিসেবে জহির খান কিংবা আশিস নেহরার একজনকে দেখেন তিনি।
কামরান বলেন, ‘টিম ইন্ডিয়ার কোনো বিদেশি কোচের প্রয়োজন নেই। তাদের প্রচুর বিকল্প এবং প্রতিভা আছে। দ্রাবিড়ের পর গৌতম গম্ভীরের চেয়ে সেরা আর কেউ হতে পারে না। তিনি একজন বড় খেলোয়াড় ছিলেন এবং একজন দুর্দান্ত কোচও হবেন। তিনি এই মুহূর্তে ভারতের কাছে সেরা বিকল্প। তিনি টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য সেরা মানুষ। তার প্রধান কোচ হওয়া উচিত। ভারত আশিস নেহরা বা জহির খানকে বোলিং কোচ হিসেবে নিতে পারে।’