ভারতকে বার্তা দিয়ে রাখলেন শান্ত
অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু হলো বাংলাদেশের সুপার এইট মিশন। ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই ম্যাচের ইতিবাচক দিকগুলোই বড় করে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এগুলোকে সঙ্গে করে নিয়ে তিনি আশা দেখছেন ভারতের বিপক্ষে দারুণ পারফর্ম্যান্সেরও।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আরও ভালো করার সুযোগ ছিল, অভিমত শান্তর। তিনি বলেন, ‘উইকেটটা ভালো ছিল, তবে একটু মন্থর ছিল। যদিও আমি মনে করি, আমাদের অন্তত ১৭০ করা দরকার ছিল।’
বাংলাদেশের শুরুটা ভালো হয়নি আজ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শান্তর সঙ্গে লিটন দাসের ৫৮ রানের জুটি দলকে নিয়ে এসেছিল বড় রানের কক্ষপথে। কিন্তু সেখান থেকে আবারও পথ হারায় বাংলাদেশ।
অজিদের বিপক্ষে আজ চমক হয়ে এসেছিল রিশাদ হোসেনের চারে নামা। শান্তর অভিমত, এমন ম্যাচে ঝুঁকি নিতেই হতো দলকে। তিনি বলেন, ‘এই ধরনের দলের বিপক্ষে খেললে আপনাকে ঝুঁকি নিতেই হতো। আমরা আজ তাই করেছি রিশাদকে ৪ নম্বরে এনে। সে একজন বিগ হিটার, তাকে দিয়ে স্পিনারদের সামলাতে চেয়েছিলাম আমরা। সে সেই পরিকল্পনাটা সফলভাবে বাস্তবায়ন করতে পারেনি।’
দীর্ঘ রান খরার পর আজ ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন শান্ত। ৩৬ বলে করেছেন ৪১ রান। নিজের পারফর্ম্যান্সকে তিনি পাসমার্কই দিয়েছেন আজ, যদিও আরও ভালো করার সুযোগও তিনি দেখছেন। তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত ভালোই করছি। এখানে খেলাটা বেশ উপভোগ করছি। তবে আমার মনে হয় আরও একটু ভালো আমি করতে পারি।’
ওপেনিং জুটি রান না পেলেও আজ টপ অর্ডার থেকে এসেছে ইনিংসের সবচেয়ে বড় জুটিটা। এমন বিষয়টাকে শান্ত দেখছেন ইতিবাচক চোখে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ৩৬ ঘণ্টার মধ্যেই ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সুপার এইটের প্রথম ম্যাচের পারফর্ম্যান্সের পর সে ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। শান্তর কথা, ‘আজ যেমন টপ অর্ডার রান পেয়েছে, সেটা দলের জন্য গুরুত্বপূর্ণ। এটা অনেক বড় একটা বুস্ট দেবে। আশা করছি বোলাররা তাদের ফর্মটা ধরে রাখবে। ভারতের বিপক্ষে দারুণ একটা ম্যাচের অপেক্ষা করছি আমরা।’