আমাদের ১৭০ রান করা উচিত ছিল: শান্ত

আমাদের ১৭০ রান করা উচিত ছিল: শান্ত

হার দিয়েই সুপার এইটের যাত্রা শুরু করল বাংলাদেশ। গ্রুপ ‘ওয়ান’-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে হারে শান্ত-সাকিবরা। ম্যাচটিতে তিন দফায় নামে বৃষ্টি। শুরুর দফার বৃষ্টিতে ১৫ মিনিট বিলম্ব হয় টস এবং পরের দুই দফা নামে অজিদের ইনিংসে। 

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪০ রান তোলে বাংলাদেশ। সেই রান তাড়ায় ১১ ওভার ২ বলে ২ উইকেটে ১০০ রান তোলে অজিরা। এরপরই নামে বৃষ্টি এবং ডিএলএসে অজিরা ২৮ রানে এগিয়ে ছিল বিধায় সেই ব্যবধানেই তারা ম্যাচ জিতে নেয়। 

আসরে অ্যান্টিগার এই মাঠ পুরোপুরি ব্যাটিং সহায়ক এবং প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়ার মতো বিধ্বংসী দল সেখানে সংগ্রহ আরও খানিকটা বেশি রাখতে হতো বলে ম্যাচে শেষে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজকের উইকেটটা কিছুটা ধীরগতির থাকেলও তার মতে, দলের ১৭০ রান করা উচিত ছিল। 

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘উইকেটটা ভালো ছিল, একটু ধীরগতির ছিল। কিন্তু আমাদের ১৭০ রান করা উচিত ছিল বলে আমি মনে করি।’

অজিদের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হলে আপনাকে ভিন্ন কিছু ভাবতে হবে। রিশাদকে চারে ব্যাটিংয়ে নামানো সেটিরই একটি অংশ ছিলেন বলে জানান শান্ত। ‘এই ধরনের দলে বিপক্ষে খেলতে হলে আপনাকে ঝুঁকি নিতেই হবে। যেমনটা রিশাদ চারে নেমেছে।’

টি-টোয়েন্টিতে এর ১৩ ম্যাচ আগে ফিফটির দেখা পেয়েছিলেন শান্ত। তবে এই ম্যাচে ফিফটির দেখা না পেলেও ১২ ম্যাচে এই প্রথম ৪০-ঊর্ধ্ব রান করলেন তিনি। ৩৬ বলে তিনি করেন ৪১ রান। রান ফেরা নিয়ে সেখানে শান্ত বলেন, ‘দায়িত্ব নেওয়াটা উপভোগ করি। এখন পর্যন্ত ঠিক পথেই আছি। আশা করি, আরও অবদান রাখতে পারব।’ 

টপ-অর্ডারে তানজিম তামিম বাদে আজ সবাই পেয়েছেন রান। এতেই সামনে ব্যাটিংয়ে ভালো কিছু করার আশা রাখছেন শান্ত এবং বোলিংটা বাংলাদেশের শুরু দিকেই ছিল দুর্দান্ত। এতেই বোলাররা নিজেদের ফর্ম ধরে রাখবে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।  

সম্পর্কিত খবর