সেমি নিশ্চিতের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
সেমিফাইনালে উঠার ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। দু’দল তাদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচে যে দল জিতবে সেই উঠে যাবে সেমিফাইনালে।
এর আগে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দু’দলই। ইংল্যান্ড জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে যুক্তরাষ্ট্রকে।
টি-টোয়েন্টিতে অবশ্য দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের অতীত পরিসংখ্যান জানাচ্ছে ম্যাচটা জিততে পারে যে কোনো দলই। কেননা, এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছে দু’দল। এরমধ্যে একটি ম্যাচ কেবল বাতিল হয়েছে। বাকি ২৪ ম্যাচে সমান ১২টি করে জয় আছে দু’দলেই। স্বাভাবিকভাবেই এমন একই মানের দুটি দল যখন মুখোমুখি হয় তখন কোনো নির্দিষ্ট দলকে এগিয়ে রাখা কঠিন হয়ে যায়। এখানেও তাই সুযোগ নেই কাউকে এগিয়ে রাখার।
দু’দলের জন্যই ম্যাচটি সেমি নিশ্চিত করার। এমন ম্যাচে দক্ষিণ আফ্রিকা তাদের একাদশে বদল এনেছে একটি। শামসির জায়গায় একাদশে ফেরানো হয়েছে ওটনিল বার্টম্যানকে। অন্যদিকে ইংল্যান্ড ভরসা রেখেছে তাদের সবশেষ ম্যাচের একাদশেই।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিকস, এইডেন মারকাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ওটনিল বার্টম্যান, এনরিচ নর্টজে।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।