পদত্যাগ করলেন গ্যারেথ সাউথগেট

পদত্যাগ করলেন গ্যারেথ সাউথগেট

ইউরো ফাইনাল হারের ঠিক দুই দিন পরই ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট নিজ পদ থেকে সরে দাঁড়ালেন। টানা ৮ বছর ইংল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন সাউথগেট। দীর্ঘ এই সময়ে তাঁর অধীনে ১০২ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। যার মাঝে দুইটি বিশ্বকাপ এবং দুইটি ইউরো আসরও ছিল।

২০১৬ সালে ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়েই ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছিলেন দলকে। তবে ইংল্যান্ডকে টানা দুবার ইউরোর ফাইনালেও তুলেছেন সাউথগেট। রোববার বার্লিনে অনুষ্ঠিত ২০২৪ ইউরো ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলের হারে ৫৮ বছরের শিরোপাখরা কাটাতে পারেনি ইংল্যান্ড। এছাড়াও ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল তার দল।

আজ মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘এখন নতুন শুরুর সময়। বার্লিনে স্পেনের বিপক্ষে ফাইনালটি ছিল কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। একজন গর্বিত ইংলিশ হিসেবে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা এবং কোচ হওয়া আমার জন্য সম্মানের। এটা ছিল আমার কাছে সবকিছু। আমি আমার সর্বস্ব নিংড়ে দিয়েছি।’

এই আট বছরে তার অধীনে ১০২ ম্যাচের মধ্যে ৬৪ জয়, ২০ ড্র এবং ১৮টি হারের মুখ দেখেছেন কেইন-পিকফোর্ডরা।

সম্পর্কিত খবর