সাকিবকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে ছুটছেন রিশাদ
বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথম খেলতে গেছেন রিশাদ হোসেন। তবে গিয়েই প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়ার পর নিজের নামের প্রতি সুবিচার করেছেন বাংলাদেশি এই লেগস্পিনার। আর তাতেই নিশ্চিতভাবেই লাহোর কালান্দার্সের একাদশের নিয়মিত সদস্যে পরিণত করেছেন নিজেকে।
লাহোরের হয়ে তিন ম্যাচ মাঠে নেমেছেন রিশাদ। বল হাতে প্রথম দুই ম্যাচে ৩ টি করে উইকেট নেওয়ার পর তৃতীয় ম্যাচে নিয়েছেন ২ উইকেট। দুই ম্যাচ কম খেলে সেরা উইকেট সংগ্রাহকের তালিকায় আছেন চার নম্বরে। এমন চলতে থাকলে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব আল হাসানের ১৪ বছর আগের এক রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারেন রিশাদ।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথমবার যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের। ওরচেস্টারশায়ারের হয়ে ২০১১ সালে ১৯ উইকেট নিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের পরের জায়গাটা মুস্তাফিজুর রহমানের। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিজের প্রথম আসরে নিয়েছিলেন ১৭ উইকেট।
রিশাদের দল লাহোরের গ্রুপ পর্বের এখনো বাকি আছে ৬ ম্যাচ। পয়েন্ট টেবিলের তিনে আছে তারা। প্লে-অফ নিশ্চিত করতে পারলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে। সাকিবকে ছুঁতে রিশাদের প্রয়োজন আর ১১ উইকেট। এমন ফর্মে থাকলে সাকিবের ১৯ উইকেট ছাড়িয়ে যাওয়া খুব একটা কঠিন হবে না এই লেগস্পিনারের জন্য। নিজেকে এগিয়ে নিতে আজ রাতে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবেন রিশাদ।