ফিদে রেটিং দাবায় চ্যাম্পিয়ন রেজা নীড়
‘ওয়ালটন আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড়। তিনি ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন।
সপ্তম ও শেষ রাউন্ড মঙ্গলবার মানহা’স ক্যাসেলের হলরুমে অনুষ্ঠিত হয়। এই রাউন্ডের খেলায় ফিদে মাস্টার নীড় ফিদে মাস্টার নাইম হকের সাথে ও স্বর্নাভো চৌধুরী ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামের ড্র করেন। ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ দ্বীন মোহাম্মদকে হারান। ফিদে মাস্টার নাইম হক সাড়ে পাঁচ পয়েন্ট, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, স্বর্নাভো চৌধুরী ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম পাঁচ পয়েন্ট পেয়েছেন।
প্রতিযোগিতার বিজয়ীদের মোট নগদ এক লক্ষ বিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে চ্যাম্পিয়ন ২৫ হাজার ও রানার্স-আপ পাবেন ১৮ হাজার টাকা। দেশি-বিদেশি ৮০ জন দাবাড়ুর অংশগ্রহণে গেল ২৪ অক্টোবর শুরু হয় এই প্রতিযোগিতা।