জোনাল চ্যাম্পিয়ন ওয়াদিফা দেশের চতুর্থ আন্তর্জাতিক মাস্টার
অর্ধযুগ আগে বাংলাদেশের তৃতীয় মহিলা আন্তর্জাতিক মাস্টারের খেতাব যেতেন শিরিন সুলতানা। এর ছয় বছর পর চতুর্থ আন্তর্জাতিক মাস্টার পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা আহমেদ।
আর তাতেই চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়াদিফা ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। চ্যাম্পিয়ন্স হয়ে আরও এক প্রাপ্তি যোগ হয়েছে তার নামের পাশে। ৫ জুলাই জর্জিয়ার হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপে খেলার টিকিট হাতে পেয়েছেন তিনি।
জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দারুণ ফর্মে ছিলেন ওয়াদিফা। শুরু থেকেই এককভাবে আবার কখনো কখনো লঙ্কান দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন। আর শেষ রাউন্ডে বাংলাদেশের প্রথম মহিল মাস্টার রাণী হামিদের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা।
নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে। আবার রেটিংও ২২০০ এর পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১। তাই আন্তর্জাতিক মাস্টারের খেতাব নিজের করে নিতে আর কোনো বাধা নেই ওয়াদিফার।
এ নিয়ে চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ। ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ। এরপর শামীমা সুলতানা লিজা এবং শিরিন সুলতানা পেয়েছিলেন এই খেতাব। আজ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নের মাধ্যমে বাংলাদেশ পেল চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফাকে।