জন্মদিনের উইশ করাটাই যেন কাল হয়ে দাঁড়াল!

জন্মদিনের উইশ করাটাই যেন কাল হয়ে দাঁড়াল!

টিমমেটদের সাফল্যে বা জন্মদিনে উইশ করা সোহার্দ্যপূর্ণ কাজ সেটা সবারই জানা। তবে জন্মদিনে উইশ করে ফেঁসে যাওয়ার বা নিষেধাজ্ঞা পাওয়ার মতো অদ্ভূত ঘটনাও দেখে ফেললো ফুটবল!

ফ্রেঞ্চ ক্লাব মার্শেইতে ঘটেছে এই কান্ড। নিষিদ্ধ হওয়া ফুটবলারের নাম রায়ান হাসাদ। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার তার ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন ৩০ বছর বয়সী ডিফেন্ডার চানসেল এমবেমবাকে। তিনি নিজেও অসদ্বাচরণের জন্য আপাতত ক্লাবের নিষেধাজ্ঞায় আছেন।

গত আট আগস্ট চানসেলের জন্মদিনে ‘হ্যাপি বার্থডে কাজিন’ লিখে দুজনের একটা ছবি পোস্ট করেন রায়ান। পরে এই পোস্টের জন্য শাস্তির মুখে পড়তে হয় তাকে। ফ্রান্সের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি ‘কাজিন’ শব্দটি এমবেমবার নিষিদ্ধ হওয়ার ঘটনার সাথে সংশ্লিষ্ট। যেটার কারণে এই পোস্টে ক্ষুব্ধ ক্লাব।

এর আগে ট্রেনিং এক টিমমেটকে অপমান এবং ক্লাবের নির্দেশনা ঠিকভাবে পালন না করার কারণে হাসাদের ওপর কর্তৃপক্ষ অসন্তুষ্ট ছিল। এবার আগুনে ঘি ঢাললেন নিজেই।

ব্যান খাওয়ার ব্যাপারটিও ইনস্টায় নিজেই জানিয়েছেন হাসাদ। তিনি বলেন, ‘ইনস্টাগ্রাম স্টোরিতে এক টিমমেটকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় আমাকে সতর্কতাস্বরূপ নিষিদ্ধ করা হয়েছে। এটা পরিষ্কার করতে চাই, আমি কখনোই ক্লাবের কোনো ক্ষতি করতে চাইনি। এটা সাধারণ একটা জন্মদিনের শুভেচ্ছা বার্তা ছিলো। যেটা অন্য সতীর্থদের বেলায়ও করি। আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, তার জন্য ক্ষমাপ্রার্থী। তবে এটা জেনে রাখবেন কাউকে দুঃখ দেওয়ার মনোভাব আমার কখনোই ছিলো না।‘

তবে রসিকতা করে বলা যায়, জন্মদিনে উইশ করে নিষেধাজ্ঞায় পড়ে হাসাদ একটা দৃষ্টান্ত হয়ে গেলেনও বটে।

সম্পর্কিত খবর