বড় ভাই নাফিসও জানতেন সবাইকে টপকে যাবে তামিম

বড় ভাই নাফিসও জানতেন সবাইকে টপকে যাবে তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল এখন ‘সাবেক’ ক্রিকেটার। লাল সবুজের জার্সিতে ২২ গজে আর দেখা যাবে না দেশসেরা এই ওপেনারকে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না তিনি। এটা মেনে নেওয়া ক্রিকেটপ্রেমিদের জন্য যেমন কঠিন তেমনি ভাইয়ের বিদায়ে আবেগ ধরে রাখতে পারেননি বড় ভাই নাফিস ইকবালও।

তামিমের অবসরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট লিখেছেন নাফিস। পরিবারের বাইরে তামিমের সঙ্গে নাফিসের সম্পর্ক ক্রিকেটাঙ্গনেও বহুদিনের। কখনো ঘরোয়া ক্রিকেটে একই দলের খেলোয়াড় হিসেবে, কখনো প্রতিপক্ষ দলের খেলোয়াড় হিসেবে আর কখনোবা জাতীয় দলে অধিনায়ক-ম্যানেজার হিসেবে একে অপরের সঙ্গে জুটি বেধেছেন তামিম-নাফিস। তাই মাঠে ও মাঠের বাইরের তামিমকে খুব কাছ থেকে দেখেছেন নাফিস। তার পোস্টে উঠে এলো সেসব স্মৃতিগুলো।

২০২৩ বিশ্বকাপের আগে তামিমের সঙ্গে হওয়া ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে এনে নাফিস লিখেছেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে ওর সঙ্গে যা হয়েছে, এটা ওর জন্য ছিল প্রচণ্ড এক ধাক্কা, যা সহ্য করার মতো নয়। ওই ব্যাপারটায় তখন আমি ভুগেছি, আমাদের পরিবার ভুগেছে। পুরো পরিবারকে দুঃসহ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিছু মানুষ এসব জায়গা থেকে বের হতে পারে, কেউ পারে না। তামিম হয়তো পারেনি।’

মাঠে দুজনের অতীত স্মৃতি রোমন্থন করে নাফিস লেখেন, ’মাঠে প্রতিপক্ষ হিসেবেও ওকে পেয়েছি আমি। খুবই কঠিন এবং আপসহীন প্রতিপক্ষ ও। আমাকে প্রচণ্ড স্লেজিং করতো ও। আমি খুবই বিব্রত হতাম। ভাবতেও পারিনি, ওর কাছ থেকে এ রকম কিছু পাব। সেদিন বুঝেছিলাম, মাঠের লড়াইয়ের ওর কাছে সবকিছুর আগে নিজের দল।’

জাতীয় দলে দুজনের একসঙ্গের স্মৃতি নিয়ে নাফিস লেখেন, ’জাতীয় দলে আমি যখন ম্যানেজার, ওকে পেয়েছি অধিনায়ক হিসেবে। আমার কাজের জায়গা থেকে বললে, খুবই আউটস্ট্যান্ডিং ছিল ও। সতীর্থদের তো বটেই, ম্যানেজমেন্টের যে কোনো প্রয়োজনেও ওকে দেখেছি পাশে থাকতে। এমন নয় যে সব সময় সবকিছুতে আমরা একমত ছিলাম। তবে আমি ম্যানেজার হিসেবে ওকে কিছু বোঝাতে চাইলে, খুব ভালোভাবে সেগুলো বুঝতো।’

নাফিস আরও যোগ করেন, ’এই তো সেদিন, ছোট্ট তামিম প্রথমবার ব্যাট হাতে নিল। সময়ের সঙ্গে আমাদেরকে চমকে দিতে থাকল। আমরা ক্রিকেট পরিবারের মানুষ, তার পরও সবাই বুঝতে পারছিলাম, তামিম আমাদের সবার চেয়ে আলাদা। ছোট থেকেই আগ্রাসী, ভয়ডর ছিল না। তখন থেকেই জানতাম, আমাদের সবাইকে ছাপিয়ে যাবে ও।’

সম্পর্কিত খবর