পদত্যাগ করলেন জালাল ইউনুস

পদত্যাগ করলেন জালাল ইউনুস

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস। তার পদত্যাগ অনেকটাই নিশ্চিত ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরই জায়গা নড়বড়ে হয়ে যায়। নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। পাপনও পদত্যাগ করবেন সহসাই।

বোর্ড পরিচালক জালাল ইউনুস পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন। কারণ তিনি এনএসসির কাউন্সিলর। একইসঙ্গে এনএসসি থেকে নির্বাচিত আরেক কাউন্সিলর পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে।

বিসিবিতে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন জালাল। ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করায় জালালকে ওই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে পদত্যাগের হিড়িক। এদিকে সরকার পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তার সঙ্গে খোঁজ নেই বিসিবির বেশিরভাগ পরিচালকদেরও। এতেই দাবী ওঠে বিসিবিতে বদল ও পূর্ণগঠনের। তারই সূত্র ধরে সম্প্রতি জানা যায়, বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পাপন। তবে অফিশিয়ালি সেই সিদ্ধান্ত আসার আগেই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জালাল।

বিসিবির বর্তমান বোর্ড থেকে জালালই প্রথম যিনি পদত্যাগ করলেন। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জালাল ইউনুস জানিয়েছেন, ‘ক্রিকেটের স্বার্থেই বোর্ড থেকে পদত্যাগ করেছি।’

এদিকে দেশের শীর্ষসারির এক গণমাধ্যমের সূত্রে জানা যায়, আজ (রোববার) সকালে এনএসসি থেকে নির্বাচিত দুই পরিচায়ক জালাল ও সাজ্জাদুল আলম ববিকে মুঠোফোন যোগে এনএসসির সচিব আমিনুল ইসলাম তাদের মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানান। পরে কারণ জানতে চান জালাল। সেখানে এনএসসি সচিব পদত্যাগের বিষয়টি জানান। সেই প্রেক্ষিতেই ইমেইল যোগে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন জালাল।

তবে এখনো পদত্যাগ করেননি আরেক পরিচালক সাজ্জাদুল ইসলাম ববি।  

সম্পর্কিত খবর