শান্ত-সাকিবদের অভিনন্দন জানিয়ে যা বললেন পিসিবি সভাপতি
বাংলাদেশ দলের খুশির জোয়ার যেন কমছেই না। অবশ্য এমন কিছুই তারা করে দেখিয়েছে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়, তাও আবার ১০ উইকেটের বিশাল ব্যবধানে! এমন অর্জনের পর গতকাল শান্ত-সাকিবদের অভিনন্দন জানিয়ছিলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিজের ফেসবুক পোস্টে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এবার বাংলাদেশ দলকে প্রশংসা ভাসালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) সভাপতিও।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের অভিনন্দন জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।
সেই পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকটে দল অসাধারণ খেলেছে। পুরো ম্যাচে তারা প্রভাব রেখে খেলেছে। এটা তাদের ঐতিহাসিক জয়। এই প্রথম তারা পাকিস্তানের বিপক্ষে জয় পেলো। তাদেরকে অনেক অভিনন্দন।’
এদিকে নিজের দল পাকিস্তানকে নিয়ে কিছুটা হতশাও প্রকাশ করেন নাকভি। অবশ্য আশা রেখেছেন দ্রুতই ঘুরে দাঁড়ানোরও। ‘দুঃখজনকভাবে পাকিস্তান দল তাদের প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। ইনশাল্লাহ সবুজ রঙের জার্সিধারীরা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে।’
পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্টে এই প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগের ১৩ টেস্টের ১২টিতেই হেরেছিল তারা। কেবল ২০১৫ সালের খুলনা টেস্টটি হয়েছিল ড্র।