লিটনের ফিফটি, সাব্বিরের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি ঢাকার

লিটনের ফিফটি, সাব্বিরের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি ঢাকার

অবশেষে ফর্মে ফিরলেন লিটন দাস। আগের ম্যাচে বাদ পড়ার পর আজ করলেন বিস্ফোরক এক ফিফটি। শেষ দিকে সাব্বির রহমান খেললেন দারুণ এক ক্যামিও। তাতে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। সিলেট স্ট্রাইকার্সের সামনে ছুঁড়ে দিয়েছে ১৯৪ রানের লক্ষ্য।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা শুরুতেই হারায় তানজিদ হাসান তামিমকে। তবে সে ধাক্কা সামাল দেন লিটন দাস আর মুনিম শাহরিয়ার মিলে। মুনিম এক পাশ আগলে রাখলেও ওপাশে ঝড় তোলেন লিটন। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ১২৯ রান যোগ করেন, যা ঢাকাকে বড় রানের ভিত গড়ে দেয়। 

রাহকিম কর্নওয়ালের করা ১৬তম ওভারে এক বল এদিক ওদিকে মুনিম আর লিটন ফেরেন। ফেরার আগে দুজনই পেয়ে যান ফিফটি। লিটন করেন ৪৩ বলে ৭৩ আর মুনিম ফেরেন ৪৭ বলে ৫২ রান করে।

এরপরের দায়িত্বটা সামলেছেন সাব্বির রহমান আর থিসারা পেরেরা মিলে। সাব্বির করেছেন ১০ বলে ২৩, থিসারা ৯ বলে ১৮। শেষ দিকে বেশি বল খেলার সুযোগ না পেলেও রিয়াজ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভম রাঞ্জানেরা রান তুলেছেন বলের দ্বিগুণ করে। ফলে ৬ উইকেট খুইয়ে ১৯৩ রানের পাহাড় গড়ে ঢাকা। ২৭ রানে তিন উইকেট নিয়ে সিলেটের সবচেয়ে সফল বোলার ছিলেন রাহকিম কর্নওয়াল।

সম্পর্কিত খবর