শোচনীয় হারের জন্য পিসিবিকে দায়ী করলেন শেহজাদ

শোচনীয় হারের জন্য পিসিবিকে দায়ী করলেন শেহজাদ

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে নানা অস্থিশীলতার মাঝে এবং বিপর্যস্ত দেশকে এমন জয় উপহার এনে দিয়ে প্রশংসায় ভাসছেন টাইগাররা।

অপরদিকে ঘরের মাটিতে লজ্জাজনক এই হারের কারণে সমালোচনার ঝড় সহ্য করতে হচ্ছে পুরো পাকিস্তান দলকে। তাদের পারফরম্যান্স নিয়ে চলছে নানামুখী আলোচনাও। পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ তো এই হারের জন্য দায়ী করলেন দেশটির ক্রিকেট বোর্ডকেই।

শেহজাদের মতে, পাকিস্তানি ক্রিকেটাররা দলীয় পারফরম্যান্সের চেয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে বেশি নজর দেন। এজন্যই এত বড় ব্যবধানে তাদের হারতে হয়েছে। এছাড়াও খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আহমেদ শেহজাদ বলেন, ‘এমন হারের জন্য খেলোয়াড়দের উপর দোষ দিবো না। আমি এর দোষ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দিতে চাই। বোর্ডের প্রধান ও ১০-১২ বছর ধরে যারা ক্রিকেটে পরামর্শ দিয়ে আসছেন তাদের জন্যই দলের এমন অবস্থা।’

খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘অনেকেই আছে যারা গেলো ১২-১৪ ম্যাচে কোনো পারফরম্যান্স করতে পারছে না। টেস্ট দলে টি-টোয়েন্টি পারফরম্যান্সের উপর আর টি-টোয়েন্টি দলের জন্য ওয়ানডে পারফরম্যান্স বিবেচনায় নিয়ে খেলোয়াড় নির্বাচন করা হচ্ছে।’

তবে এত সমালোচনা সামলে উঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে স্বাগতিকরা। এমনটাই আশা করেন কোচ, বোর্ড এবং পাকিস্তান দলের সমর্থকরা।

সম্পর্কিত খবর