লঙ্কানদের ৭ উইকেটে হারিয়ে দারুণ শুরু রাবেয়াদের
লঙ্কান সফরটা মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিরই অংশ। সেখানে দারুণ জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী এ দল। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে রাবেয়া-জ্যোতিরা।
এ দলের মোড়কে মূলত জাতীয় দলের প্রায় সব ক্রিকেটাররাই আছেন এই টি-টোয়েন্টি দলে। তবে নেতৃত্বে আছে ভিন্নতা। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ এ দলের অধিনায়কত্ব করছেন রাবেয়া খান। ১৯ বছর বয়সী এই লেগ স্পিনারের কাছে নেতৃত্বটা মূলত জ্যোতির উত্তরসূরি বেছে নেওয়ার একটি প্রক্রিয়া হিসেবে ভাবা যায় আপাতত।
কলম্বোর পি সারা ওভালে টসে জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রাবেয়া। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১২ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।
সেই লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ পায় বাংলাদেশ নারী এ দল। সাথি রানী ও শামিমা সুলতানার ওপেনিং জুটি থেকেই আসে ৪০ রান। সেখান থেকে বাকি কাজ অনায়াসেই সারেন মোস্তারি-মুর্শিদারা। দলীয় সর্বোচ্চ ৪৮ রান আসে শামিমার ব্যাটে।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে থাকে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ওঠে ৭২ রান। তবে এরপরই শুরু হয় ব্যাটিং ধস। ৪ রানের মধ্যে সাজঘরের রাস্তা মাপেন ৪ ব্যাটার। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ওঠে ১১২ রান।
এদিকে টি-টোয়েন্টি সিরিজে দাপুটে শুরুর আগে ওয়ানডে সিরিজেও রাজত্ব ছিল বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে রাবেয়া খানের দল। এতেই সেই সিরিজটা জ্যোতি-মুর্শিদারা জিতেছে ১-০ ব্যবধানে। সিরিজের পরের ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে একই মাঠে।