হকি খেলোয়াড়দের সংবর্ধনা, ৫০ হাজার করে পেলেন সবাই
রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে আজ জমকালো সংবর্ধনায় সিক্ত হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ পুরুষ ও নারী হকি দল। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে নাচ, গান আর উচ্ছ্বাসে ভরা দিনটি ছিল তরুণ ও তরুণীদের জন্য স্মরণীয়। গত ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে পঞ্চম হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে পুরুষ হকি দল, যা দেশের হকি ইতিহাসে প্রথম। একই প্রতিযোগিতায় নারী বিভাগে নবম হয় বাংলাদেশের মেয়েরা।
অনুষ্ঠানে পুরুষ দলের খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা হয়। বিশ্বকাপ নিশ্চিত করা দলের ২১ সদস্য প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকার চেক। ২১ জনের জন্য মোট বরাদ্দ ছিল ১০ লাখ ৫০ হাজার টাকা। এর আগে দেশে ফেরার পর পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে এই অর্থের পরিমাণ কম হওয়ায় তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, নারী হকি দলের সদস্যরা সংবর্ধনা ও ক্রেস্ট পেলেও তাদের জন্য কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা ছিল না।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগেই ২০ লাখ টাকা পুরস্কার প্রদান করেছেন। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যুব হকি দলের প্রতি আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিশ্বকাপে ভালো ফলাফল অর্জনের জন্য দলকে সবধরনের সহায়তার আশ্বাস দেন এবং স্পনসরদের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “যেসব খেলায় সম্ভাবনা আছে, বিসিবির পক্ষ থেকে আমরা যতটুকু পারি সহযোগিতা করব।” বাফুফে সভাপতির বিদেশে থাকার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।