৫৫ বছর পর অ্যানফিল্ডে নটিংহামের জয়

৫৫ বছর পর অ্যানফিল্ডে নটিংহামের জয়

 

অ্যানফিল্ড। ইংল্যান্ডের এক ঐতিহাসিক স্টেডিয়াম এবং লিভারপুলের ঘরের মাঠ। সেখানেই অনন্য এক কীর্তি গড়ল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহাম ফরেস্ট। অ্যানফিল্ডে তারা লিভারপুলকে হারিয়েছিল সবশেষ ১৯৬৯ সালে। সেখান থেকে ৫৫ বছর পর অ্যানফিল্ডে জয়ের দেখা পেল নটিংহাম।

প্রিমিয়ার লিগে গত রাতের ম্যাচে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়েছে নটিংহাম। এর মধ্যে দিয়েই তাদের অবসান ঘটলো ৫৫ বছরের অ্যানফিল্ড জয়ের অপেক্ষার। 

এদিকে লিগে টানা তিন জয়ের পর এই প্রথম হারের মুখ দেখল আর্না স্লটের দলটি। এমনকি লিগ মৌসুমে এই প্রথম গোল হজম করলো লিভারপুল। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে সফরকারীদের হয়ে একমাত্র গোলটি করেছেন কালুম হাডসন-অডই। নটিংহাম মূলত জিতেছে ডিফেন্সের দৃঢ়তায়। কেননা ম্যাচের ৭০ শতাংশ বলই ছিলে লিভারপুলের দখলে, সঙ্গে তারা শট নিয়েছে ১৪টি। এতোসব বাঁধা পেরিয়েই ম্যাচটি জিতে ৫৫ বছরের অপেক্ষা থামাল নটিংহাম। 

সম্পর্কিত খবর