দলের জয় ও নিজের ফর্ম দুটোই ভাবনায় রোহিতের
গ্যাবায় বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টে নাটকীয় ড্র এনে ভারত শিবিরে স্বস্তি ফিরেছে। সিরিজের শেষ দুই ম্যাচ মেলবোর্ন আর সিডনিতে। এই দুই মাঠের ব্যাটিংবান্ধব পিচে শেষ দুই টেস্টে ভারতের ব্যর্থ টপ অর্ডার ঘুরে দাঁড়ানোর আশা তৈরি হয়েছে বেশ।
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারত ৭৪ রানে ৫ উইকেট খুইয়ে ধুঁকছিল। কিন্তু সপ্তম ব্যাটার রবীন্দ্র জাদেজার লড়াকু ইনিংস এবং শেষ জুটি আকাশ দীপ ও জসপ্রিত বুমরাহর ৪৭ রানের পার্টনারশিপে ফলো-অন এড়ায় ভারত।
৫ ম্যাচ সিরিজে ১-১ সমতা নিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামবে ভারত। তবে ব্যাটিং অর্ডারের অফ ফর্ম এখনো তাদের বড় চিন্তার বিষয়।
সিরিজে এখন পর্যন্ত পাঁচটি পূর্ণ ইনিংসে মাত্র একবার ভারতীয় ওপেনিং জুটি ১২ রানের বেশি করেছে। একমাত্র ব্যতিক্রম ছিল পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের ২০১ রানের জুটি, যা ভারতকে বড় জয় এনে দিয়েছিল।
খারাপ শুরুর কারণে পাঁচ ইনিংসের মধ্যে তিনবার ভারত ২০০ রানের নিচে অলআউট হয়েছে, যার মধ্যে অ্যাডিলেডের ডে-নাইট টেস্টে দুবার এবং সেই টেস্টে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয় পেয়েছে।
তবু দল মনে করছে, খারাপ সময় পেছনে ফেলে এসেছে এবং মেলবোর্ন ও সিডনির শেষ দুই টেস্টে ব্যাটিং সহজ হবে। রোহিত শর্মা বলেন, ‘গ্যাবায় যা ঘটেছে, তা আমাদের মেলবোর্নে আত্মবিশ্বাস দেবে।’
কেন, সেটাও জানালেন তিনি, ‘আমরা জানি, সেখানকার পরিস্থিতি ভিন্ন এবং বল এখানে মতো ততটা ঘুরবে না। আমাদের নতুন করে শুরু করতে হবে।’
রোহিত নিজেও ফর্মহীনতার সঙ্গে লড়ছেন। গত ১৩ টেস্ট ইনিংসে মাত্র একটি ফিফটি পেয়েছেন। ওপেনিং থেকে মিডল অর্ডারে নেমে এলেও তিন ইনিংসে সর্বোচ্চ করেছেন মাত্র ১০ রান। তিনি নিজের ফর্মহীনতার বিষয়টাও স্বীকার করেছেন অকপটে, ’আমি ভালো ব্যাটিং করিনি, এটি স্বীকার করতে কোনো সমস্যা নেই। যতক্ষণ আমার মন, শরীর এবং পা ভালোভাবে চলছে, আমি খুশি।’