৭ উইকেট নিয়ে একগাদা রেকর্ড তাসকিনের
কুয়াশাঘেরা দিনে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ইতিহাসের সাক্ষীই হয়ে রইল। ইতিহাসটা গড়লেন তাসকিন আহমেদ। করলেন বিপিএল ইতিহাসের সেরা বোলিং। ১৯ রান খরচায় তুলে নিলেন ৭ উইকেট। আর তাতেই উড়তে থাকা ঢাকা ক্যাপিটালসকে ১৭৪ রানে বেধে রেখেছে দুর্বার রাজশাহী।
কুয়াশাচ্ছন্ন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বল হাতে রীতিমতো আগুন ঝরালেন রাজশাহীর পেস তারকা তাসকিন আহমেদ। বিপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এতদিন ১৭ রানে ৬ উইকেট নিয়ে এই রেকর্ড ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের দখলে।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নিজের বিধ্বংসী বোলিং প্রদর্শন করেও রাজশাহীকে চাপ মুক্ত রাখতে পারেননি তাসকিন। তার দুর্দান্ত স্পেলের মাঝেও ৯ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর তুলেছে ঢাকা।
দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। তবে তাদের শুরুটা দুঃস্বপ্নের মতো। দলীয় মাত্র ১৪ রানে দুই ওপেনার লিটন দাস (০) ও তানজিদ হাসান তামিম (৯) তাসকিনের শিকার হন।
এরপর শাহাদত হোসেন দিপু ও স্টিফেন এস্কিনাজি প্রতিরোধ গড়ে ৪৭ বলে ৭৯ রানের জুটি গড়েন। স্টিফেন ২৯ বলে ৪৬ রান করেন, আর দিপু ৪১ বলে ৫০ রান করে তাসকিনের তৃতীয় শিকার হন।
ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে তাকে থামান মোহর শেখ। এরপরের সময়টা শুধুই তাসকিনের। একে একে তুলে নেন শুভাম রনজি (২৪), চতুরাঙ্গা ডি সিলভা (১), আলাউদ্দিন বাবু (১৩) এবং মুকিদুল ইসলাম (০)। নিজের শেষ ওভারেই ৩টি উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে ২১তম পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। চলতি আসরে এটি প্রথম।