কোথাও যাচ্ছি না, খেলাও ছাড়ছি না: রোহিত শর্মা

কোথাও যাচ্ছি না, খেলাও ছাড়ছি না: রোহিত শর্মা

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিত করেছেন যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে তার না খেলাটা কোনো অবসরের ইঙ্গিত নয় আদৌ। বরং ফর্মে না থাকায় দলের ভালো জন্য নিজেই সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সিরিজের পঞ্চম এবং নির্ধারক ম্যাচে রোহিতকে না দেখে অনেকে ধারণা করেছিলেন, এটি তার টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়। তবে ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান স্টার স্পোর্টসকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। এই সিদ্ধান্ত কোনো অবসরের সিদ্ধান্ত নয়, আর আমি খেলা ছাড়তেও যাচ্ছি না।’

সিরিজের প্রথম টেস্টে রোহিত অনুপস্থিত ছিলেন তার দ্বিতীয় সন্তানের জন্মের কারণে। কিন্তু এরপর মাঠে ফিরেও নিজেকে প্রমাণ করতে পারেননি। পাঁচ ইনিংসে একবারও ১০ রানের বেশি করতে না পারায় তিনি ফর্মের বাইরে বলে সমালোচনার মুখে পড়েন।

হিন্দিতে কথা বলতে গিয়ে রোহিত বলেন, ‘আমি কোচ এবং নির্বাচকদের বলেছিলাম যে আমি ফর্মে নেই। দলের জন্য এমন একজন খেলোয়াড় দরকার যে ফর্মে আছে।’

রোহিতের সাম্প্রতিক ব্যর্থতা শুধু এই সিরিজেই সীমাবদ্ধ নয়। অক্টোবর-নভেম্বরের ভারত-নিউজিল্যান্ড হোম সিরিজেও তিনি বাজে ফর্মে ছিলেন, যেখানে ভারত ৩-০ ব্যবধানে হারে।

গত বছর রোহিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিশ্বকাপ জয়ের পর। তবে টেস্ট ক্রিকেটে এখনই বিদায়ের কোনো পরিকল্পনা তার নেই।

সম্পর্কিত খবর