হঠাৎ শাকিব খানের দলে মোসাদ্দেক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে কোনো দল পাননি মোসাদ্দেক হোসেন সৈকত। অথচ বিপিএলের গত মৌসুমেও ঢাকা’র অধিনায়ক ছিলেন তিনি। অবশেষে সিলেট পর্ব শুরুর আগেই চিত্র নায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস কিনে নিয়েছে মোসাদ্দেককে।
২৯ বছর বয়সী জাতীয় দলের সাকেব এই অলরাউন্ডার দল না পেয়ে হয়েছিলেন হতাশ। তবে টুর্নামেন্টের মাঝ পথে এসে পাবেন বলে আশা করেছিলেন তিনি। কথায় আছে- কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। চোটে পড়া আসিফ হাসানের বদলি হিসেবে মোসাদ্দেককে দলে ভিড়িয়েছে ঢাকা।
ঢাকা পর্বের প্রথম ৩ ম্যাচ হারা ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। সুজনের অধীনে পূর্বে ভালো খেলার বদৈালতেই দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক-এমনটাই ধারণা করা হচ্ছে।
আজ সোমবার সকালেই সিলেটে ঢাকা ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন মোসাদ্দেক। আশা করা যাচ্ছে,রংপুর রাইর্ডাসের সঙ্গে দলটির পরের ম্যাচে একাদশে জায়গা পাবেন এই অলরাউন্ডার।
কিছুদিন আগে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে ঢাকা মেট্রোকে ফাইনালে নিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মোসাদ্দেক। বিপিএলে মোসাদ্দেক এখন অব্দি ৮৭ ম্যাচ খেলে করেছেন ১২৮৭ রান। নিয়েছেন ২৫ উইকেট। ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটস ও ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে জিতেছেন ট্রফি।