অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইন্টারকে কাঁদিয়ে মিলানের মৌসুমের প্রথম শিরোপা 

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইন্টারকে কাঁদিয়ে মিলানের মৌসুমের প্রথম শিরোপা 

ইতালিয়ান সুপারকাপ ফাইনালে গত তিন বারের চ্যাম্পিয়ান ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জিতেছে এসি মিলান। ট্যামি আব্রাহামের শেষ মিনিটের গোলে অবিশ্বাস্যভাবে এ জয় পায় এসি মিলান। 

সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার রাতের ফাইনালে মুখোমুখি হয় ইতালির দুই জায়ান্ট। ২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচটি এসি মিলান জিতে নেয় ৩-২ গোলে। 

প্রথমার্ধের যোগ করা সময়ে লাওতারো মার্টিনেজের চমৎকার গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইরানের ফরোয়ার্ড মেহদি তারেমি। 

এর ঠিক চার মিনিট পরেই ম্যাচে ফেরে এসি মিলান। বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে গোল করে ব্যবধান কমান থিও এর্নান্দেজ। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে দলকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক। আর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে রাফায়েল লিয়াওয়ের চমৎকার পাসে বল জালে জড়ান ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম। আর এতেই শিরোপা ঘরে তোলে এসি মিলান। 

২০২২ সালে শিরোপার লড়াইয়ে ইন্টার মিলানের কাছে ৩-০ গোলে হেরেছিল এসি মিলান। এবার  তারা প্রতিশোধটাও তুলে নিলো সুদে-আসলে। 

২০২৩ সাল থেকে নতুন আঙ্গিকে সিরি-আ এবং ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে আয়োজিত হচ্ছে ইতালিয়ান সুপার কাপ।

সম্পর্কিত খবর