আরেক বিতর্কের জন্ম দিলেন সাব্বির
বিপিএলের ঢাকা পর্বে ৩ ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ঢাকা ক্যাপিটালস। একাদশ নির্বাচনে টিম ম্যানেজমেন্টকে নিয়ে হচ্ছে সমালোচনা। সাব্বির রহমানকে দলে না রাখায় ক্ষুব্দ ঢাকার সমর্থকরা। যদিও কেন তিনি বাদ, কেন তিনি নেই একাদশে তার নিয়ে একটা গুঞ্জন ছিলই। সিলেটে পা দিয়ে গতকাল সাব্বিরকে নিয়ে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
সিলেটে অনুশীলন শেষে সুজন বলেন, ‘শৃঙ্খলাভঙ্গজনিত কারণে শাস্তিস্বরুপ সাব্বিরকে দলে নেওয়া হচ্ছেনা। ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে সে অনুশীলনে আসেনি।তাকে খেলানো হয়নি ১ তারিখে অনুশীলনে না আসার জন্য।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বিরকে না নেওয়ায় সমালোচনার জবাবে সুজন বলেন, ‘ভেতরের অনেক কিছু অনেকে জানে না বলে হয়তো মন্তব্য করে দেওয়াটা অনেক সহজ। এখানে আমার হাত ছিল না। অধিনায়কও ছিল দলে, তারও বলার থাকে অনেক কিছু।আমি চাই আমার প্রতিটা খেলোয়াড় নিয়মিত অনুশীলনে আসুক। তবে ,সাব্বির ভালো ক্রিকেটার। আশা করি, মঙ্গলবারের ম্যাচ থেকে ওকে খেলাতে পারব এবং আশা করি সে তার সেরাটা খেলবে।’
সুজনের আশা সাব্বির তার ভুল বুঝতে পেরে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে নিজেকে উজাড় করে দেবেন।
সাব্বিরের শৃঙ্খলাভঙ্গের ঘটনা এবারই নতুন নয়। একবার তো জাতীয় লিগের ম্যাচে এক দর্শককে পিটিয়ে ছয় মাসের জন্য বহিষ্কৃত হয়েছিলেন, বাদ পড়েছিলেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিণত সাব্বির রহমানের কাছ থেকে আরও বেশি পেশাদারিত্ব প্রত্যাশা করতেই পারেন তার সমর্থকরা। কিন্তু তিনি তো পাল্টাচ্ছেন না!