ফিফা ক্লাব বিশ্বকাপে তারার মেলা

ফিফা ক্লাব বিশ্বকাপে তারার মেলা

এ বছর জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ ২০২৫। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে পৃথিবীব্যপী লিগগুলোতে সেরা দলগুলো। সেখানে যেমন আছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপিয়ান জায়ান্ট, তেমনি আছে প্রথম বারের মত ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া লিওনেল মেসির দল ইন্টার মায়ামিও।

২২ জন ফিফা বিশ্বকাপজয়ী খেলোয়াড় বিভিন্ন দলের হয়ে অংশ নেবেন এই টুর্নামেন্টে।

গ্রুপ এ- ইন্টার মায়ামি
স্বাগতিক দল হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে ইন্টার মায়ামি। যাদের দলে আছে দু’জন বিশ্বচ্যাম্পিয়ন। ২০২২ এ আর্জেন্টিনার হয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন সুপারস্টার মেসি এবং ২০১০ আফ্রিকা বিশ্বকাপ জেতা স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেস্টস।

গ্রুপ বি- পিএসজি

২০১৮ এর বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করা ত্রয়ী খেলবেন এই টুর্নামেন্টে। লুকাস এর্নান্দেজ, উসমান দেম্বেলে এবং প্রেস্নেল কিমপেম্বে মাতাবেন ক্লাব বিশ্বকাপের মঞ্চ।

গ্রুপ সি- অ্যাটলেটিকো মাদ্রিদ
অ্যাটলেটিকো দি মাদ্রিদের স্কোয়াডে আছে ৬ জন বিশ্বকাপজয়ী তারকা। ক্লাব বিশ্বকাপে আর কোনো দলের স্কোয়াডে বিশ্বকাপজয়ী এত খেলোয়াড় নেই। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী অ্যান্তোয়ান গ্রিজম্যান ও থমাস লেমার, আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপজয়ী হুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল, অ্যানহেল কোরেয়া এবং নাহুয়েল মলিনা আছেন এই দলে।

গ্রুপ ডি- বায়ার্ন মিউনিখ
২০১৪ বিশ্বকাপজয়ী ২ জার্মান তারকা থমাস মুলার ও ম্যানুয়েল নয়্যার ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন বায়ার্ন মিউনিখের হয়ে।

গ্রুপ-ই বেনফিকা
দুই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা, কিংবদন্তি এনহেল ডি মারিয়া এবং নিকোলাস ওতামেন্ডি খেলবেন বেনফিকার হয়ে।

গ্রুপ এফ- চেলসি
২০২২ বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ অংশ নেবেন চেলসির হয়ে।

গ্রুপ-জি ইন্টার মিলান
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন ইন্টার মিলানের হয়ে।

গ্রুপ এইচ- রিয়াল মাদ্রিদ
২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন ২০১৮ সালে। ক্লাব বিশ্বকাপে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে অংশ নেবেন ফরাসী সুপারস্টার।

সম্পর্কিত খবর