৫ পরিবর্তন এনেও ঢাকা করল মোটে ১১১
ঢাকা ক্যাপিটালসের জন্য বিপিএল ২০২৫ মৌসুম যেন একের পর এক দুঃস্বপ্নই নিয়ে আসছে। টানা তিন ম্যাচে হারের পর আজ জয়ের লক্ষ্যে দলটি আজ একাদশে এনেছিল বড় পরিবর্তন। দলে যুক্ত হয়েছিলেন জেসন রয়, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এই পরিবর্তনেও শাকিব খানের দল ব্যর্থতার ধারা কাটাতে পারেনি। অলআউট হয়েছে ১১১ রানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকার ইনিংস থেমে যায় মাত্র ১১১ রানে। ১৬.৩ ওভারে অলআউট হওয়া ঢাকার পক্ষে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম, যিনি করেন ২০ রান। দলের সঙ্গে মাত্র গতকাল যোগ দেওয়া ইংলিশ তারকা জেসন রয় করেন ১৮ রান।
এছাড়া হাবিবুর রহমান ১৪, মোহাম্মদ সাইফউদ্দিন ১২ এবং আলাউদ্দিন বাবু ১৬ রান করেন। তবে বাকিদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। অধিনায়ক থিসারা পেরেরা গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন, আর সাব্বির রহমান খেলেন ৭ বলে মাত্র ২ রানের ইনিংস।
রংপুর রাইডার্সের বোলাররা ছিলেন যথেষ্ট আগ্রাসী। নাহিদ রানা ৩ উইকেট নেন মাত্র ২১ রানে। আকিফ জাভেদ ও খুশদিল শাহ শিকার করেন ২টি করে উইকেট। রংপুরের শক্তিশালী বোলিংয়ের সামনে ঢাকা যেন দাঁড়াতেই পারেনি।