কত রান নিরাপদ তা বলা কঠিন: মুমিনুল

কত রান নিরাপদ তা বলা কঠিন: মুমিনুল

তৃতীয় দিন শেষে বাংলাদেশ রীতিমতো চালকের আসনেই আছে। দিন শেষে ২০৫ রানের লিড আছে ঝুলিতে। তবে এখান থেকে ঠিক কত রান হলে তাকে নিরাপদ বলা যায়, তা নিয়ে মুমিনুল হককে খানিকটা দ্বিধান্বিতই শোনাল। 

সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘এটা বলাটা খুব কঠিন। আমার কাছে এখনও মনে হচ্ছে উইকেট ভালো। কত রান নিরাপদ এটা বলা অনেক কঠিন। ৪০০-ও হতে পারে, সাড়ে ৩০০ ও হতে পারে। কালকের উপর নির্ভর করে। কাল চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চারশ হলে ঠিক আছে…’

একই সুর কাইল জেমিসনের কণ্ঠেও ঝরে পড়ল। তিনি বললেন, ‘আমরা সম্ভবত ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতিটা দেখছি এখন, পুরো ম্যাচ ধরেই। প্রথম দুই দিনে যে গতি আর বাউন্স ছিল, তাও একটু করে হারিয়ে বসেছে এখন। টার্নও বেশি ছিল না। তো আমার মনে হয় এখন ব্যাটিংয়ের জন্য ভালো সময়।’

তবে যে টার্ন ছিল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা তা সামলেছেন ভালোভাবেই। বিশেষ করে শান্ত শেষ কিছু দিন ধরেই ছিলেন ফর্মে, সেটা এই সিরিজেও টেনে নিয়ে এসেছেন, দ্বিতীয় ইনিংসে করেছেন সেঞ্চুরি। তার প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘শান্ত গত ২-৩ বছর ধরে খুবই ভালো ব্যাটিং করছে। এটা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও খেলা খুব ভালো বোঝে। নিজের গেম সম্পর্কে খুব ভালো জানে। ক্লিয়ার মাইন্ড থাকে। হোক টেস্ট, হোক ওয়ানডে। প্রতিপক্ষের পরিকল্পনা খুব ভালো বোঝে। আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল। ওরা যে চাপ সৃষ্টি করেছে তার মধ্যে খুব ভালো ব্যাটিং করেছে।’

শান্ত প্রশংসা কুড়িয়েছেন প্রতিপক্ষেরও। জেমিসনও সংবাদ সম্মেলনে এসে প্রশংসায় ভাসিয়ে গেলেন তাকে। বললেন, ‘সে ভালো খেলেছে। আমার মনে হয়েছে ইনিংসটা যেভাবে নিয়ন্ত্রণ করেছে, ইতিবাচকভাবে যেভাবে সুযোগ বের করেছে, সিঙ্গেলগুলোও যেভাবে নিয়েছে, সবকিছু মিলিয়ে ইনিংসটা বেশ ভালো ছিল। সে আমাদের কোনো সুযোগ দেয়নি। আমার মনে হয় না খুব বেশি সুযোগ আমরা পেয়েছি। আমরা যাই করেছি, সে সেটা ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়েছে।’

এর আগে অধিনায়কত্ব দিয়েও শান্ত প্রশংসা কুড়িয়েছেন। মুমিনুল যেমন বললেন, ‘আমার মনে হয় লিডার হিসেবে ও ভালো। যেটা ভালো বোঝে সেটাই করে। ভেতরের জিনিসগুলো বোঝে।’

তবে সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা এখন বাংলাদেশের হাতেই আছে। আর সিলেট টেস্টে যে ফল একটা আসবেই, তা নিয়েও কোনো সন্দেহ নেই মুমিনুলের মনে। তার কথা, ‘রেজাল্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।’ সে ফলটা যে নিজেদের পক্ষেই চাইবেন মুমিনুল, তা বলাই বাহুল্য।’

সম্পর্কিত খবর