ট্রফিতে চোখ রেখে ফাইনালে মুখোমুখি রংপুর-ঢাকা মেট্রো

ট্রফিতে চোখ রেখে ফাইনালে মুখোমুখি রংপুর-ঢাকা মেট্রো

বিপিএলের আগে এবার রীতিমতো চমক দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় লিগ ফরম্যাট বদলে প্রথমবারের মতো আয়োজন করেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে ফাইনালে মঙ্গলবার মুখোমুখি রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে বারোটা থেকে। আকবর আলির রংপুর ও নাঈম শেখের ঢাকা মেট্রোর এই লড়াইয়ের উত্তেজনা ছড়াচ্ছে।

এমনিতে রংপুর বিভাগের দলে বড় তারকা তেমন নেই। কিন্তু আকবর আলি দারুণ নেতৃত্ব দিচ্ছেন উত্তরবঙ্গের দলটিকে। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়েও নজর কেড়েছেন। আসরের একমাত্র উইকেট কিপার হিসেবে দশটি ডিসমিশাল তার।

তবে ঢাকা মেট্রো টুর্নামেন্টে তাদের সাত ম্যাচের সবকটি জিতে ফেবারিট হিসেবে ফাইনালে ওঠেছে। বিপরীতে সাতটি খেলার মধ্যে পাঁচটি জিতে ফাইনালে উঠেছে রংপুর।

টুর্নামেন্টে সর্বোচ্চ রানে এগিয়ে আছেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ। তিনটি হাফ সেঞ্চুরিসহ ৩১৬ রান করেছেন তিনি। সর্বশেষ খুলনার বিপক্ষে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বোলিং আক্রমণেও দুর্দান্ত ঢাকা মেট্রো। টুর্নামেন্টে রাকিবুল হাসান ১৪টি, আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি নিয়েছেন ১২টি করে উইকেট।

রংপুরের হয়ে অধিনায়ক আকবর আলি দুটি হাফ সেঞ্চুরি সহ ২০০ রান করেছেন। রংপুরের হয়ে এরপরই সর্বোচ্চ রান সংগ্রাহক তানবীর হায়দার (১৯১)। রংপুরের হয়ে বোলিংয়ে আলাউদ্দিন বাবু ১৬টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টে ১৭টি উইকেট নেওয়া চট্টগ্রামের আহমেদ শরীফের পরই দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

এই ফাইনালের আগে ঢাকা মেট্টোকে নিয়ে দারুণ আশাবাদি নাঈম শেখ। তিনি বলছিলেন, ‘টুর্নামেন্টের প্রথমেই আমি দলকে বলেছি যে, আমরা একটা একটা করে ম্যাচ যাবো। লম্বা কিছু চিন্তা করবো না। শুধু একটা একটা করে ম্যাচ শেষ করবো। এরকম একটি দল থাকলে কাজটা সহজ হয়ে যায়। ছোট দল বা বড় দল বলে কোন কথা নেই টি-টোয়েন্টিতে মাঠে যারা ভালো করবে তারাই ফল পাবে। চেষ্টা আছে মাঠে সেরাটা দিয়ে দেওয়ার।’

রংপুরের অধিনায়ক আকবর আলিও দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলছিলেন, ‘ফাইনাল খেলাকেও স্বাভাবিক হিসেবে চিন্তা করছি। আমার মনে হয় আমাদের দল অনেক ভালো করছে। একটা সঠিক সময়ে যে পারফরম্যান্স করার দরকার তাই আমাদের প্রত্যেকেই ভালো করছে। টি-টোয়েন্টি খেলায় আমার কাছে মনে হয় না বড় দল বা ছোট দল বলে কোন কথা আছে।’

সম্পর্কিত খবর