ভারতের কুম্বলে-অশ্বিন ছিল তবে বিষ্ণোই আলাদা: মুরালিধরন
ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়েছেন রবি বিষ্ণোই। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে ভারতকে জেতাতে অগ্রণী ভূমিকা রেখেছেন ২৩ বছর বয়সী এই তরুণ। সেই তিনি এবার প্রশংসায় ভেসেছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট নেওয়া লঙ্কান স্পিনার মুত্তিয়া মুলালিধরনের কাছ থেকে।
সিরিজে ৫ ইনিংসে মোট ৯ উইকেট নিয়েছেন বিষ্ণোই। রান বন্যার সিরিজেও ছিলেন যথেষ্ট ইকোনোমিকাল। যা অন্য সবার থেকে আলাদা করেছে তাকে। যার বদৌলতেই এবার লঙ্কান কিংবদন্তির প্রশংসা পেয়েছেন তিনি।
সিরিজে আলাদাভাবে নজর করেছে ভারতীয় স্পিনাররা। বিষ্ণোই-প্যাটেল দু’জনে মিলে তুলেছেন ১৫ উইকেট। উইকেট প্রতি খরচ করেছেন ১৯.২০ রান। তবে সিরিজের শেষ দুই ম্যাচে তাদের পারফরম্যান্স ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। যা ভারতকে ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছিল। যার প্রশংসাটাও এবার পেয়েছেন।
মুরালিধরন বিষ্ণোইয়ের প্রশংসা করে বলেন, ‘ভারতে সব সময়ই ভালো স্পিনার ছিল। অনিল কুম্বলে-রবিচন্দ্রন অশ্বিন হয়ে এখনকার তরুণদের দেখলেই বুঝবেন। তবে অন্য যেকোনো লেগ স্পিনারের থেকে রবি বিষ্ণোইকে আমার আলাদা মনে হয়েছে। সে খুব দ্রুত বল করে যা অনেক স্লাইড করে।’
অক্ষরকে নিয়ে লঙ্কান কিংবদন্তি বলেন, ‘অক্ষরও খুব নির্ভুল, সে বলে খুব বেশি স্পিন না পেলেও কাজটা ঠিকঠাক করে। ওয়াশিও একই রকম কারণ তিনি খুব বেশি টার্ন করেন না তবে খুব নির্ভুল এবং বেশ দ্রুত।’