কোহলির পাশে দাঁড়ালেন রোহিত
ব্যাট হাতে ছন্দে নেই বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে এক ইনিংসে সেঞ্চুরির দেখা পেলেও অন্য চার ইনিংসে তিনি করেছেন মোটে ২৬ রান। তবে এমন পরিস্থিতিতে তিনি পাশে পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মাকে। ভারত অধিনায়কের বিশ্বাস, শিগগিরই ছন্দে ফিরবেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।
ভারত অধিনায়ক রোহিত শর্মা আশাবাদী যে, বিরাট কোহলি অফ-স্টাম্পের বাইরের বলের সমস্যার সমাধান করতে পারবেন দ্রুতই। মঙ্গলবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘আধুনিক যুগের মহান খেলোয়াড়রা নিজেরাই সমস্যার সমাধান বের করে নেন।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে কোহলি বেশ কয়েকবার অফ-স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হয়েছেন। তবে পার্থে প্রথম টেস্টে অপরাজিত সেঞ্চুরি করে দীর্ঘদিনের খারাপ ফর্ম কাটিয়ে ওঠেন তিনি।
রোহিত নিজেও সাম্প্রতিক ম্যাচগুলোতে ব্যাটিং সমস্যায় ভুগছেন। দ্বিতীয় টেস্ট থেকে ফেরার পর তাঁর ইনিংসগুলোতে স্কোর ছিল ৩, ৬ ও ১০। মিডল অর্ডারে খেলেও তিনি খুব একটা আত্মবিশ্বাসী হতে পারেননি।
তবে ওপেনিংয়ে ফেরার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ‘এসব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ‘কে কোথায় ব্যাট করবে?’ এটা আমাদের নিজেদের মধ্যে ঠিক করতে হবে। এটি প্রতিটি সংবাদ সম্মেলনে আলোচনার বিষয় নয়। আমাদের দলকে সঠিক পথে এগিয়ে নিতে যা যা প্রয়োজন, আমরা সেটাই করব।’
প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেলেও ভারত অ্যাডিলেডে ১০ উইকেটে পরাজিত হয়। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র হওয়ায় সিরিজ এখন ১-১ সমতায়। রোহিত মনে করেন, ‘১-১ ফলাফলটি যথার্থ। দুই দলই শক্তিশালী ক্রিকেট খেলেছে। পরবর্তী দুটি ম্যাচ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মোহাম্মদ শামি হাঁটুর চোটে শেষ দুই টেস্ট থেকে বাদ পড়ায় মুম্বাইয়ের অলরাউন্ডার তানুশ কোটিয়ানকে দলে অন্তর্ভুক্ত করেছে ভারত।