মালান-লিভিংস্টোনের ওপর আস্থা হারাচ্ছে না ইংল্যান্ড
বিশ্বকাপের ঠিক আগে বেশ কিছু প্রশ্নের মুখেই পড়ে গেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলে থাকা দাভিদ মালান আর লিয়াম লিভিংস্টোনের জায়গা হবে কি না, তা নিয়েই সে প্রশ্ন। বিশেষ করে ইংল্যান্ডের সবশেষ ম্যাচের পর তো আরও বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই টি-টোয়েন্টিতে দুজনই যে খেলেছেন নেতিবাচক অ্যাপ্রোচ নিয়ে! তবে ইংলিশ সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক অবশ্য আস্থা হারাচ্ছেন না এখনই। জানালেন, তাদের ফর্মে ফিরতে কোচেদের সাহায্যের দুয়ার খোলা সবসময়।
তিনি বলেন, ‘ভালো না খেললে এসব বিষয় নিয়ে ড্রেসিং রুমের বাইরে আলোচনা হয়। তবে এটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। এটা ব্যক্তির ওপর নির্ভর করে কীভাবে তারা এটা কাটিয়ে উঠবে। কোচ হিসেবে আমাদের কাজ তাদের সাহায্য করা, তাদের থেকে সেরাটা বের করে আনা। আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি।’
জানালেন, তাদের পর্যাপ্ত সুযোগটা ঠিকই দেবে ইংলিশরা। তার কথা, ‘কারও বাদ পড়া ও চালিয়ে যাওয়ার ব্যাপারে নির্বাচক সামান্য ভূমিকা রাখে। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে সেরা দলটাই নির্বাচন করি। কাজেই তাদের যতটা সম্ভব সমর্থন করা উচিত আমাদের। আমরা তাদের প্রতিটি সুযোগ দেব তারপর বাকিটা তাদের ওপর। তারা রান করতে না পারলে এটা নিয়ে নির্বাচকরা ভাবতে পারেন।’