ঢাকা টেস্টে খেলবেন তো নাঈম?

ঢাকা টেস্টে খেলবেন তো নাঈম?

ইনডোর স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করছেন, ঠিক তখন মেহেদি হাসান রানার করা বলে পেলেন চোট। নাঈম হাসানের ঢাকা টেস্ট শঙ্কায় পড়ে গেছে তাতেই।
প্রায় দেড় বছর পর সিলেট টেস্ট দিয়ে একাদশে ঢুকেছিলেন নাঈম। খেলেছিলেন বেশ ভালো। ভূমিকাটা ছিল রক্ষণাত্মক বোলারের, যিনি প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করবেন। সে ভূমিকাটা তো পালন করেছেনই, দুই ইনিংসে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেটও।

তবে এরপরই এবার শঙ্কায় পড়ে গেছে তার দ্বিতীয় টেস্ট। ঢাকা টেস্টের আগে ব্যাট হাতে নিজেকে শানিয়ে নেওয়ার কাজ করছিলেন নাঈম। সেই সময় বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই চোটের পর তাকে অবশ্য আর ব্যাটিং করতে দেখা যায়নি।

ঢাকা টেস্টে খেললে সেখানেও তার ভূমিকাটা হতো তৃতীয় বোলারেরই। কোচ হাথুরু সিলেট টেস্টে তার পারফর্ম্যান্স নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘সে এনসিএলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিল। সে আত্মবিশ্বাসী এখন, ভালো ছন্দে বোলিংও করছে । ম্যাচে আমরা তা দেখেছি। সে তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। বিভিন্ন সময়ে সে রক্ষণাত্মক বোলার ছিল, কখনো কখনো সে আক্রমণও করেছে। সে ব্যাটারদের মনে অনেক সন্দেহ তৈরি করেছিল। কেন উইলিয়ামসনকে সে ভুগিয়েছে, তার ফলটাও পেয়ে যাচ্ছিল। তাকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।’

সম্পর্কিত খবর