ক্রিকেটের সবচেয়ে বড় আসরের লোগো উন্মোচন

ক্রিকেটের সবচেয়ে বড় আসরের লোগো উন্মোচন

প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যেখানে প্রথমবারের মতো অংশ গ্রহণ করবে ২০টি দল। এত বড় আয়োজনে যুক্তরাষ্ট্রের সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। যা সামনে রেখে এরইমধ্যে চূড়ান্ত হয়েছে ভেন্যু। এবার সেই ধারাবাহিকতায় উন্মোচন করা হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক ভিডিও প্রকাশ করে বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে।

ব্যাট, বল ও টি-টোয়েন্টি ক্রিকেটের শক্তি; এই তিনটি পয়েন্টকে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের লোগোতে। ম্যাচের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তুলে ধরতে হৃৎস্পন্দন বেড়ে যাওয়াকে তুলে আনা হয়েছে বিশেষ এই লোগোতে। এছাড়াও আয়োজক দেশের সংস্কৃতির প্রতীক ক্যারিবীয় দ্বীপপুঞ্জের তালগাছ ও যুক্তরাষ্ট্রের বিশেষ ডোরা কাটা ফিতা স্থান পেয়েছে এই লোগোতে।

আসছে বছরের জুনে মাঠে গড়াতে যাওয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আইসিসি। যুক্তরাষ্ট্রের এই আসর দিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে ক্রিকেট; আর তারই পথিকৃৎ হবে এই লোগো। এমনটাই মনে করছে সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং।

বিশ্বকাপের লোগো নিয়ে ফারলং বলেন, ‘নারী ও পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুরাগীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে আইসিসি। আমরা আশা করছি নতুন লোগো সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করবে।’

সম্পর্কিত খবর