ওয়ার্নারের সমালোচনা করায় জনসনকে ল্যাঙ্গারের ঘৃণা

ওয়ার্নারের সমালোচনা করায় জনসনকে ল্যাঙ্গারের ঘৃণা

পার্থ টেস্টে পাকিস্তানের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। যার মধ্যে দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে সেই টেস্টের আগে তাকে নিয়ে রীতিমতো কাঁদা-ছুড়াছুড়ি হয়েছে দেশটিতে। যার শুরুটা করেছিলেন সাবেক অজি তারকা পেসার মিচেল জনসন। ওয়ার্নারকে বীরের বেশে অবসর ঘোষণার সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন; বল টেম্বারিংয়ে জড়িত এমন কারো জন্য কেন এই আয়োজন।

এরপর এই ইস্যুতে পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এবার এই ইস্যুতে মন্তব্য করেছে দেশটির সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারও। তিনি অবশ্য ওয়ার্নারের সমালোচনা করায় জনসনের প্রতি ঘৃণায় পোষণ করলেন।

ল্যাঙ্গার বলেন, ‘সহজ ভাষায়, অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেট খেলা বিরল ক্লাবের পুরুষরা যখন তাদের কোনো অভিযোগ প্রকাশ্যে বলে তখন আমি এটা ঘৃণা করি। আমি ‘জনসমক্ষে প্রশংসা ও ব্যক্তিগতভাবে সমালোচনা’ এই সাধারণ নীতিতে বিশ্বাস করি। অন্যথায়, আপনি যদি প্রকাশ্যে কিছু বলতে চান এবং ইতিবাচক হন তবে আপনি তার প্রশংসা করুন। বিপরীতে, আপনি যদি কাউকে সমালোচনা করতে চান তবে তাদের চোখের দিকে তাকান এবং তাদের জানান যে আপনি কেমন অনুভব করছেন।’

তিনি আরও বলেন, ‘সর্বদা একটি অলিখিত নিয়ম ছিল যে, আমরা সবাই সেরা বন্ধু নাও হতে পারি, তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলায় আমরা একে অন্যকে পারস্পারিক সম্মান দেখাতে সমালোচনা করা থেকে বিরত থাকব। অন্যরা আমাদের সমালোচনা করুক, কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির অংশ হিসেবে আমরা এক হয়ে থাকব।’

জনসনকে তার মন্তব্যের জন্য সমালোচনা করলেও ক্রিকেটার হিসেবে তার প্রশংসা করতে ভুলেননি ল্যাঙ্গার। বলেন, ‘খেলায় জনসন আমার দেখা সবচেয়ে সেরা ব্যক্তিদের একজন। তিনি আমার দেখা একজন ভদ্র ও মহান ক্রীড়াবিদদের একজন ছিলেন। তবে অনেক বড়দের মতো তিনিও একগুঁয়ে। যদিও আমি জানি না ওয়ার্নারের প্রতি তার ক্ষোভের কারণ। তবে আমি বিশ্বাস করি তারা দেখা হলে সব ভুলে একে অন্যের সঙ্গে গল্প করতে পারবে।’

সম্পর্কিত খবর