কনস্টাসকে ধাক্কা মেরে শাস্তি পেলেন কোহলি

কনস্টাসকে ধাক্কা মেরে শাস্তি পেলেন কোহলি

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে আলোচনায় চলে এসেছিলেন বিরাট কোহলি। তবে তা ভুল কারণে। তিনি অভিষিক্ত খেলোয়াড় স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে, বাকবিতণ্ডায় জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন। তবে এখানেই পার পাচ্ছেন না তিনি। তাকে শাস্তি দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে।

বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে চতুর্থ টেস্টের প্রথম দিন আইসিসির আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করায় তার ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়াও তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে এটি ছিল কোহলির প্রথম অপরাধ। 

আইসিসি কোড অফ কন্ডাক্টের ধারা ২.১২ ভঙ্গ করার দায়ে কোহলিকে অভিযুক্ত করা হয়। এই ধারা ‘খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকদের সঙ্গে অযাচিত শারীরিক সংস্পর্শে’র সঙ্গে জড়িত। ঘটনাটা ঘটে আজ অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভারের শেষে, যখন কোহলি ব্যাটসম্যান স্যাম কনস্টাসের কাছে গিয়ে তার কাঁধে অযথা ধাক্কা দেন। 

কোহলি অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। তাই শুনানির প্রয়োজন হয়নি। তার বিরুদ্ধে এই অভিযোগ তোলেন মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন ও মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার শন ক্রেইগ। 

লেভেল ১ ভঙ্গের শাস্তি হিসেবে সর্বনিম্ন একটি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও এক বা দুই ডিমেরিট পয়েন্ট ধার্য করা হয়। কোহলির ডিমেরিট পয়েন্ট ২৪ মাসের জন্য তার রেকর্ডে থাকবে। চারটি ডিমেরিট পয়েন্ট হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়ে এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুই টি-টোয়েন্টি নিষেধাজ্ঞা হিসেবে কার্যকর হবে। 

সম্পর্কিত খবর