আর টেনিস খেলতে চান না ‘ক্লান্ত’ কিউরিয়স

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৪১ পিএম | ১৩ ডিসেম্বর, ২০২৩

 

কেবল চার বছর বয়স থেকেই টান টেনিসের প্রতি। ইচ্ছা ছিল ফেদেরার-নাদাল-জকোভিচদের ছাপিয়ে হবেন বিশ্বের শীর্ষ টেনিস খেলোয়াড়। আইডল মানতেন সাবেক সুইস টেনিস তারকা রজার ফেদেরারকে। যিনি দুই যুগ ধরে মাতিয়েছেন টেনিস কোর্ট। তবে কেবল এক দশক পূর্ণ করা অজি টেনিস খেলোয়াড় নিক কিউরিয়স এখনই দেখছেন তার শেষ। 

২০১৩ সালে প্রফেশনাল টেনিস খেলোয়াড় হিসেবে যাত্রা শুরু হয় কিউরিয়সের। সে বছর পৌঁছেছিলেন জুনিয়রদের কাতারের শীর্ষে। সেখান থেকে হয়তো স্বপ্ন বুনেছিলেন সিরিয়র ফরম্যাটেও একই কীর্তি গড়ার। তবে ২৮ বছর বয়সী এই অজি তারকা হয়ে পড়েছেন ‘ক্লান্ত’। আর চান না খেলতে। 

কবজি, হাঁটু ও পায়ে চোটের কারণে চলতি বছরে তিনটি মেজর টুর্নামেন্টে খেলা হয়নি কিউরিয়সের। এবং সেই চোটের উদ্বেগের কারণেই আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিবেন না বলেও জানিয়েছেন তিনি। 

কিউরিয়স বলেন, ‘যদি এটি আমার ওপর নির্ভর করে, তবে সত্যিই আমি আর খেলতে চাই না।’ আমার আরও অনেক অনেক অর্জন বাকি। তবে, নিজের জন্যই আমি আর খেলতে চাই না। 

২০২২ সালে নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন কিউরিয়স। পৌঁছেছিলেন গ্র্যান্ড স্লামের ফাইনালের। তবে প্রথমবারের মতো সেটি জয়ে বাঁধা হয়ে দাঁড়ান সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। সে বছর নিজের ক্যারিয়ার সর্বোচ্চ ১১তম অবস্থানেও পৌঁছেছিলেন কিউরিয়স। 

চলতি বছর কেবল একটি এফটিপি ট্যুর খেলেছেন তিনি। সেখানে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। একইসঙ্গে এই বছরে তার পায়ে হয়েছে তিনটি অস্ত্রোপচার। সব মিলিয়ে টেনিসের মাঠে নিজের মন টেকাতে না পারা কিউরিয়স নিজেকে গুটিয়ে নিতে চাচ্ছেন জলদিই।

খেলার দুনিয়া | ফলো করুন :