আরও এক রেকর্ড গড়লেন জোকোভিচ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৩৬ পিএম | ২৮ মার্চ, ২০২৫

টেনিসের নাম নিলেই অবচেতন মনে একটা নাম ভেসে উঠতে বাধ্য। তিনি তর্কসাপেক্ষে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। ক্যারিয়ারের শুরু থেকেই অসংখ্য রেকর্ড ভাঙা গড়া জোকোভিচের বয়সটা ৩৮ ছুঁই ছুঁই করছে। সর্বোচ্চ ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস খেলোয়াড় গড়েছেন আরও এক রেকর্ড। 

মায়ামি ওপেনে নতুন এই রেকর্ড গড়েছেন জোকোভিচ। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসাবে কোনো এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন তিনি। ৩৭ বছর ১০ মাস বয়সে এই কীর্তি স্থাপন করেছেন জোকোভিচ। টপকে গেছেন আরেক কিংবদন্তি রজার ফেদেরারকে। ফেদেরার ৩৭ বছর ৭ মাস বয়সে মায়ামি ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন ফেডেরার।

সেমিতে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার রাতে সেবাস্তিয়ান কোরদাকে ৬-৩, ৭-৬ গেমে হারিয়েছেন জোকোভিচ। এই জয়ে ১০০তম এটিপি ট্যুর খেতাব থেকে সার্বিয়ান এই তারকা আর মাত্র দু’টি জয় দূরে।

জয়ের পর খুশিতে আত্মহারা জোকোভিচ বলেন, ‘গোটা প্রতিযোগিতাতেই দারুণ সার্ভ করছি। তবে আজকের ম্যাচে দ্বিতীয় সেটে বেশি ভালো সার্ভ করেছি। টাইব্রেকারে দুটো পয়েন্টই বিজয়ী ঠিক করে দিয়েছে।’

সেমিফাইনালে বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে খেলবেন জোকোভিচ। 

খেলার দুনিয়া | ফলো করুন :