চোটের কারণে মাদ্রিদ ওপেনে থাকছেন না আলকারেজ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৩৯ পিএম | ২৫ এপ্রিল, ২০২৫

চোট থেকে সেরে না উঠার কারণে মাদ্রিদ ওপেন থেকে নিজের নাম সরিয়ে নিলেন কার্লোস আলকারেজ। মূলত সামনে ফ্রেঞ্চ ওপেনের ড্র থাকায় নিজেকে শতভাগ চোট মুক্ত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে বিশ্বের তিন নম্বর এই টেনিস তারকা। তবে মাদ্রিদ ওপেনে না থাকতে পারলেও ফ্রেঞ্চ ওপেনে সবার সঙ্গে ফেরার বার্তা দিয়েছেন তিনি।

মাদ্রিদ ওপেনে নিজের না থাকা ও চোট নিয়ে গণমাধ্যমে কথা বলেন আলকারেজ। তিনি জানান,‘আমার পক্ষে যা করা সম্ভব ছিল আমি তার সবকিছুই করেছি। কিন্তু গত কয়েকদিনে খুব একটা উন্নতি হয়নি। মাদ্রিদে খেলার জন্য আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনোকিছুই অনুকূলে নেই। এ কারণে আমি ঝুঁকি নিতে চাচ্ছিনা। আমি যদি খেলতে নামি তবে পরিস্থিতি হয়তোবা আরো খারাপ হতে পারে। সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত।’

এবারের আসরে নামাতে পারলে তৃতীয় শিরোপা জয়ের ভাগীদার হতে পারতেন আলকারেজ। এর আগে ২০২২ ও ২০২৩ সালে মাদ্রিদ ওপেন জিতেছিলেন তিনি। এদিকে আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেনের মূল ড্র। সেখানে নিজের থাকা নিয়ে আলকারেজ জানান,‘ অবশ্যই রোলা গ্যাঁরোতে সবার সাথে দেখা হবে। রোমে ফেরার জন্য সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করবো। আগামী কয়েক সপ্তাহ এজন্য কঠোর পরিশ্রম করতে হবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :