বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা
এবার গন্তব্য স্মৃতিময় মাউন্ট মঙ্গানুই। জায়গাটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দুই বছর আগেই জায়গা করে নিয়েছে আলাদা করে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার নামের আদ্যক্ষর এসইএনএ নিয়ে এই সমষ্টিকে একসঙ্গে বলা হয় সেনা নেশন্স।
এই সেনা নেশন্সে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট জিতেছিল এই নিউজিল্যান্ডের মাটিতে। এবার একই মাঠে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ার পালা।
নেপিয়ারে গত বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে। তাতেই চলে এসেছে ইতিহাসের কাছে। আর একটা ম্যাচ জিতলেই তো সিরিজটা চলে আসবে ঝুলিতে।
মাউন্ট মঙ্গানুইয়ে আজ নিউজিল্যান্ডও ছেড়ে কথা বলতে চাইবে না। নিজেদের মাঠে কখনো কোনো সিরিজ বাংলাদেশের কাছে হারেনি দলটা। সে রেকর্ডটা তো অক্ষত রাখা চাই।
তবে দুই দলের এই চাওয়ায় বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ক্রিকবাজ জানাচ্ছে বৃষ্টির সম্ভাবনা আছে এই ম্যাচে। যদিও তা ঠিক কতটুকু, তা জানা সম্ভব নয় এখনই।
গতকাল থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টির আনাগোনা। ম্যাচের দিন আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে অল্পস্বল্প। তাই ম্যাচেও বৃষ্টির শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।