অজিদের হুমকি দিয়ে রাখল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। শক্তিশালী অস্ট্রেলিয়াকে বড় প্রতিপক্ষ হিসেবে না দেখে নিজেদের শক্তিমত্তায় বিশ্বাস রাখছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।
দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে সুমাইয়া বলেন, ‘আসলে আমরা ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি… আমি জানি আমার দলের শক্তির জায়গা কী…আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।’
তিনি আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলে… আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে… আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছে।’
আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল বৃহস্পতিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে লঙ্কানদের সঙ্গে চার ম্যাচের একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে সুমাইয়ার দল। এরপর সেখান থেকেই সরাসরি বিশ্বকাপের ভেন্যুতে যাবে তারা।