বার্সায় থাকবেন তো দানি ওলমো?

বার্সায় থাকবেন তো দানি ওলমো?

দানি ওলমোর বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ লা লিগার কঠোর ব্যয় নিয়ন্ত্রণ নীতিমালা তাদের রেজিস্ট্রেশন পরিকল্পনায় বাধা সৃষ্টি করেছে।

গত গ্রীষ্মে বার্সেলোনা দানি ওলমোকে প্রধান সাইনিং হিসেবে দলে ভিড়ালেও লা লিগা তার রেজিস্ট্রেশন অনুমোদন দেয় ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। বার্সেলোনা সেই সময়সীমা ৩০ জুন ২০২৫ পর্যন্ত বাড়ানোর চেষ্টা করলেও আইনগত পথে সাফল্য পায়নি।

মঙ্গলবার বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ওলমো এবং ফরোয়ার্ড পাউ ভিক্টরের জন্য নতুন লাইসেন্স চেয়েছে। তবে লা লিগা জানায়, ‘বার্সেলোনা এখনো কোনো বিকল্প প্রস্তাব উপস্থাপন করেনি যা বাজেট নিয়ম মেনে খেলোয়াড় রেজিস্ট্রেশনের অনুমতি দেয়।’

বার্সেলোনা দাবি করেছিল, তারা ক্যাম্প ন্যু স্টেডিয়ামের ভিআইপি আসন বিক্রি করে ১০০ মিলিয়ন ইউরো সংগ্রহ করবে, যা দিয়ে ওলমোর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তবে সেই প্রক্রিয়া ধীরগতিতে চলছে।

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ওলমোর চুক্তিতে একটি শর্ত রয়েছে, যদি রেজিস্ট্রেশন সম্পন্ন না হয়, তিনি ক্লাব ছাড়তে পারবেন।

ওলমোর সম্ভাব্য বিদায় বার্সেলোনার জন্য বড় ধাক্কা হবে, কারণ ২৬ বছর বয়সী এই খেলোয়াড় লা লিগায় পাঁচ গোল করেছেন এবং ইউরো ২০২৪-এ স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সম্পর্কিত খবর