বৃষ্টিতে বাতিল দ্বিতীয় টি-টোয়েন্টি, আফসোস নাকি স্বস্তির?

বৃষ্টিতে বাতিল দ্বিতীয় টি-টোয়েন্টি, আফসোস নাকি স্বস্তির?

সিরিজে আর হারছে না বাংলাদেশ! বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি। তাতে দুটো দৃষ্টিভঙ্গির সামনে দ্বিধান্বিত হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

সিরিজটা আজই নিশ্চিত হয়ে যেতে পারত। কিন্তু বৃষ্টির কারণে না হওয়ার সেটা হলো না। তাই এই বৃষ্টি আফসোসের। 

তবে একটা ইতিবাচক দিকও আছে এই বৃষ্টির। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে। দ্বিতীয়টা বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজটা এখনো ঝুলে ১-০ তে। তার মানে দাঁড়াচ্ছে শেষ ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলেও ওয়ার্স্ট কেস সিনেরিও দাঁড়াবে সর্বোচ্চ সিরিজ ড্র-ই। নিউজিল্যান্ডের মাটিতে কখনো টি-টোয়েন্টি ম্যাচই জেতেনি, সেখানে একটা সিরিজ ড্র করে আসাটা বড় অর্জনই। বৃষ্টিতে সেটা নিশ্চিত হয়ে গেল, বিষয়টা কি স্বস্তিরও নয়?

না। অন্তত নাজমুল হোসেন শান্তর জন্য নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে, কিংবা চলতি সফরে ওয়ানডে সিরিজ শুরুর আগে তিনি জানিয়েছিলেন সিরিজ জেতার প্রত্যয়। দুটো সিরিজ শেষেই তা না করতে পারার আফসোস ঝরেছে তার কণ্ঠে। সেই তিনি যে একটা সিরিজ ড্র করে ফেললে আত্মতুষ্টিতে ভেসে যাবেন না, তা বাজি ধরেই বলা যায়। 

আফসোসের জায়গা আছে আরও। নিউজিল্যান্ডকে যে শুরুতে চাপেই ফেলে দিয়েছিল বাংলাদেশ! শরীফুল ইসলামের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়া। এরপর টিম সেইফার্টের কাউন্টার অ্যাটাকে দল যখন প্রমাদ গুণছে বড় রান হজমের, এরপর সামনে চলে এলেন তানজিম হাসান সাকিব। আগের ম্যাচে রান দিয়েছিলেন দেদারসে, কিন্তু আজকের ম্যাচে রান মেশিন সেইফার্টকে ফিরিয়ে দলকে ফিরিয়ে এনেছিলেন ম্যাচে। 

এরপর একটু একটু করে বাংলাদেশ চাপও বাড়াচ্ছিল নিউজিল্যান্ডের ওপর। তখনই বৃষ্টির হানা। ম্যাচ থামিয়ে খেলোয়াড়-আম্পায়াররা চলে গেলেন মাঠে। সেই ম্যাচ আর মাঠে গড়ালই না, পরিত্যক্তই ঘোষণা করা হলো শেষতক। 

ফলে বাংলাদেশকে ঝুলে থাকতে হলো ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই। অপেক্ষাটা বাড়ল। সিরিজে শান্তর দলের মানসিকতা যেমন, আত্মবিশ্বাসে যেভাবে উড়ছে দল, নিউজিল্যান্ডকে এমনভাবে চেপেও ধরেছিল দ্বিতীয় ম্যাচে… এত কিছুর পর দ্বিতীয় টি-টোয়েন্টির পরিত্যক্ত হওয়াটা তাই স্বস্তির চেয়ে আফসোসেরই বিষয় হচ্ছে বাংলাদেশের।

 

সম্পর্কিত খবর