প্রযুক্তির অভিশাপে হেরেছে পাকিস্তান

প্রযুক্তির অভিশাপে হেরেছে পাকিস্তান

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে জয় তুলে নেওয়ার আশা জেগেছিল পাকিস্তান শিবিরে। কিন্তু শেষমেশ সফরকারীরা হেরেছে ৭৯ রানের ব্যবধানে। ফলে সিরিজ হার নিশ্চিতই হয়ে গেছে দলটির। তবে এই হারের পর পাকিস্তানের কোচ মোহাম্মদ হাফিজ দুষলেন প্রযুক্তি আর আম্পায়ারিংকে। 

লক্ষ্যটা ছিল ৩১৭ রানের। চতুর্থ দিন চলছিল, পরের একটা দিন পড়েই ছিল পাকিস্তানের সামনে। ১৬২ রানে অর্ধেক ইনিংস শেষ হয়ে যাওয়ার পর পাকিস্তানের পক্ষে মোহাম্মদ রিজওয়ান আর আগা সালমান গড়েন ৫৭ রানের জুটি। তাতে পাকিস্তানের আশাটা ক্রমেই বেড়ে যাচ্ছিল।

ঠিক তখনই ঘটে যায় একটা ঘটনা। কামিন্সের লাফিয়ে ওঠা একটা ডেলিভারি গিয়ে রিজওয়ানের গ্লাভস ছুঁয়ে যায় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির কাছে। শুরুতে অস্ট্রেলিয়ার আবেদন নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার। 

এরপর তৃতীয় আম্পায়ারের রিভিউতে বেশ সময় নেওয়া হয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয় বলটা গ্লাভস ছুঁয়ে গেছে কি না। শেষমেশ মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায়, রিজওয়ানকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। 

রিজওয়ানের বিদায়ের পর পাকিস্তান শেষ চার উইকেট খুইয়েছে খুব দ্রুতই। এরপরই অস্ট্রেলিয়া সিরিজ নিশ্চিত করে ফেলে। তিন ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে যায় ২-০ ব্যবধানে। 

রিজওয়ানের সে আউটের প্রেক্ষিতে মোহাম্মদ হাফিজ বলেন, ‘ক্রিকেটের মৌলিক বিষয়গুলো মেনে আমরা এই সুন্দর খেলাটা খেলে থাকি। কিন্তু কখনো কখনো প্রযুক্তি এমন কিছু সিদ্ধান্ত নিয়ে আসে, যা মানুষ হিসেবে আমরা বুঝতেই পারি নয়া।’

‘সে খুবই সৎ মানুষ। সে আমার কাছে এসে বলেছে যে গ্লাভসের কোথাও বলটার ছোঁয়া লেগেছে, এমন মনেই হয়নি তার।’

আম্পায়ারের সিদ্ধান্তটা বদলানোর জন্য আপনার কাছে আরও পরিষ্কার প্রমাণ থাকা প্রয়োজন। এখানে যা ছিল না। প্রযুক্তি ক্রিকেটের মতো সুন্দর একটা খেলায় আসলে অভিশাপই নিয়ে আসছে।’

সম্পর্কিত খবর