জীবনের প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত জ্যোতি
দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে এখন। এবারের নির্বাচন ক্রীড়াঙ্গনেরও বাড়তি আগ্রহ কেড়ে নিয়েছে। জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান যে লড়ে যাচ্ছেন তার আসন মাগুরার অধিনায়ক হতেও। তিনি নিজে সকালে ভোট দিয়েছেন, সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বানও জানিয়েছেন।
ওদিকে জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কও বসে নেই। ভোট দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নিজের ফেসবুক পাতায়।
দেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে সফল দল নারী ক্রিকেট দল। গেল বছরের পুরোটা জুড়েই বারবার দারুণ সব পারফর্ম্যান্সে নিজেদের শিরোনামে নিয়ে এসেছে নারী দল। সেই দলের নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবারের নির্বাচনে দিলেন নিজের জীবনের প্রথম ভোট।
নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বেলা ১২টার দিকে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জ্যোতি নিজেই। লিখেছেন, ‘জীবনের প্রথম ভোট।’ ক্যাপশনে আছে একটা উচ্ছ্বাসের ইমোজিও। সঙ্গে জুড়ে দিয়েছেন ভোট কেন্দ্রে ব্যালট বাক্সে পেপার ফেলার হাস্যোজ্জ্বল ছবি।
এর আগে দিনে ভোট গ্রহণের একদম শুরুতেই নিজ এলাকা মাগুরাতে ভোট দিয়েছেন পুরুষ দলের অধিনায়ক সাকিব। ভোট তিনি এর আগেও দিয়েছেন। তবে নিজের জন্য এই প্রথম, কেননা মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাকিব। সেই অনুভূতি জানতে চাইলে গণমাধ্যমে তিনি বলেন, ‘নিজের জন্য ভোট দিতে পেরে অবশ্যই ভালো লাগছে। কখনো তো এমন চিন্তা করা হয়নাই! এটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আশা করছি ভালো কিছুই হবে।’