স্বপ্নের ফাইনালে এখন চোখ দুই দলের

স্বপ্নের ফাইনালে এখন চোখ দুই দলের

বর্ডার-গাভাস্কার সিরিজে ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী জুনের ১১-১৫ তারিখে লর্ডসে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অজিরা। এই চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন তারাই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই আসরে অস্ট্রেলিয়ার এখনও শ্রীলঙ্কার সঙ্গে ২ ম্যাচ বাকি আছে। এই ২ ম্যাচে যদি তারা হেরেও যায় তবুও লঙ্কানরা অথবা ভারত পয়েন্ট টেবিলে তাদের টপকাতে পারবে না। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা একদম নিশ্চিত। শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানেও সিরিজ জেতে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৫৩.৮৫%, যেখানে এখন ৬৩.৭৩% পয়েন্ট থাকা অস্ট্রেলিয়ার তখন পয়েন্ট হবে ৫৭.০২%।

সিডনি টেস্ট ভারত জিতলে তারা ফাইনালে যাওয়ার দৌঁড়ে টিকে থাকতো। ভারতের বর্তমান পয়েন্ট ৫০%। শেষ ২ টেস্টে অস্ট্রেলিয়া যদি ৮ ডিমেরিট পয়েন্ট পায় তবেই তারা বাদ পরবে, যা বাস্তবিকভাবে অসম্ভব।

সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতোমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। বছরের শুরুতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া, দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া তাদের ব্যথা কিছুটা হলেও প্রশমিত করবে।

ফাইনাল নিশ্চিতের পর অধিনায়ক টেমবা বাভুমা বলেন, ‘সকলেই নিজেদের সেরাটা দিয়েছে, আমাদের শেষ ১২ মাসের পরিশ্রম বৃথা যায়নি। দলের প্রয়োজনে এক এক সময় এক একজন অবদান রেখেছেন। আমরা দল হিসেবে ভালো করেছি। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়ানশীপের ফাইনাল খেলা আমার কাছে স্বপ্নের মত।’

ঘরের মাঠে ভারতীয় দল নিউজিল্যান্ডের সঙ্গে শোচনীয় হারের পর অস্ট্রেলিয়ার ফাইনাল খেলতে মাত্র ৩টি জয়ই যথেষ্ট ছিল। যা তারা পেয়ে গিয়েছে বর্ডার-গাভাস্কার সিরিজেই।

ফাইনালে যাওয়ার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। আমরা ফাইনালে যেতে পেরে গর্বিত এবং আমরা ফাইনালে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটি ধরে রাখতে চাই।’

সম্পর্কিত খবর