জানা গেল ওয়ার্নারের ব্যাগি গ্রিন হারানোর রহস্য
সাম্প্রতিক সময়ে অজি তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার বিভিন্ন কারণে রয়েছেন লাইমলাইটে। প্রথমত তিনি টেস্ট ক্রিকেট এবং পরে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এরই মাঝে তার বিদায়ী টেস্টের আগে হারিয়ে গিয়েছিল তার ঐতিহ্যবাহী ব্যাগি গ্রিন।
ওয়ার্নারের ব্যাগি গ্রিন হারানোর বিষয়টি নিয়ে শুরু হয়েছিল আলোড়ন, এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছিল এই খবর। এটি খুঁজে দিতে পারলে পুরষ্কারের ঘোষণাও দেন ওয়ার্নার। অবশেষে জানা গেল ওয়ার্নারের ব্যাগি গ্রিনের সঙ্গে আসলে কি ঘটেছিল।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ থেকে জানা যায়, ৩১ ডিসেম্বর সিডনির ডাবল বের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অন্য ব্যাগগুলোর সঙ্গেই ছিল ওয়ার্নারের ব্যাগ, যেটার মধ্যে তার ব্যাগি গ্রিনটি ছিল। মেলবোর্ন থেকে সিডনিতে মোট ৬৪টি ব্যাগ এসেছিল যার মাঝে ওয়ার্নারের ব্যাগটিও ছিল।
ওয়ার্নার তার ব্যাগি গ্রিনটি তার একটি ছোট ব্যাগের মধ্যে রেখেছিলেন, যেটাকে বলা হয় ‘হাফ কফিন’। এই ধরণের ব্যাগে সাধারণত খেলোয়াড়রা তাদের ছোটখাট সরঞ্জামাদি রেখে থাকে। ওয়ার্নারও এর মাঝেই তার টুপিটি রেখেছিলেন। কিন্তু তিনি সেটির খোঁজ করছিলেন বড় ব্যাগে। ফলে টুপিটি খুঁজে পেতে তিনি ব্যর্থ হন।
কোন ব্যাগে ব্যাগি গ্রিনটি রাখা ছিল তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। টিম স্টাফের কোনো সদস্য আর সেই মুহুর্তে সেটি খুঁজে পাননি। কারণ সব কটি ব্যাগেই ‘ডেভিড ওয়ার্নার’ নামের লেবেল ছিল। টুপিটি যেই ব্যাগে ছিল সেটি এমনভাবে রাখা ছিল, যাতে ওয়ার্নারের নামের লেবেলটি ছিল দেয়ালের দিকে মুখ করে। সবাই যখন ব্যাগটি খোঁজাখোঁজিতে ব্যস্ত, তখন আসলে ব্যাগটি পড়ে ছিল তার জায়গাতেই!
ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে তোলপাড়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নিজে ওয়ার্নারের ব্যাগি গ্রিন খুঁজে পেতে সাহায্য করবেন বলে আশ্বাস দেন। বোর্ডের পক্ষ থেকে ওয়ার্নারকে দেওয়া হয় আরও দুটি টুপি, যেগুলো পরিধান করে সেই টেস্টে মাঠে নামেন ওয়ার্নার।
ব্যাগটি পরে সিডনিতেই খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও ম্যানেজমেন্ট। বিদায়ী টেস্টের শেষ দুইদিন নিজের পুরানো ব্যাগি পড়েই মাঠে নেমেছিলেন ওয়ার্নার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে, আমার ব্যাগি গ্রিনগুলো আমি ফিরে পেয়েছি। এটি আমার জন্য দারুণ সংবাদ।‘