বিসিবির কাছে সময় চাইলেন তামিম

বিসিবির কাছে সময় চাইলেন তামিম

তামিম ইকবাল জাতীয় দলে ফিরবেন কীনা এনিয়ে রহস্য-রোমাঞ্চ যেন শেষই হচ্ছে না! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে এই ওপেনার থাকবেন কীনা সেই উত্তরের অপেক্ষায় যখন ক্রিকেটপ্রেমীরা তখন আরও সময় চাইলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদনে সাড়া দিলেও এখন সিদ্ধান্ত জানাচ্ছেন না তামিম।

তিনি ফের জাতীয় দলে ফিরবেন কীনা এটা জানতেই তামিমের সঙ্গে আজ সিলেটে সভায় বসেছিলেন বিসিবির কর্তারা। ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুও। ফরচুন বরিশালের টিম হোটেলে তামিমের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় দলের নির্বাচকরা।

সেই বৈঠক শেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ জানালেন, নির্বাচকদের কাছে কিছুটা সময় চাইছেন তামিম। পরিবারের সঙ্গে আলাপ করে এনিয়ে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তিনি। জাতীয় দলের বাইরে আছেন অনেক দিন ধরেই। ফের ফিরবেন কীনা এনিয়ে তিনি যে স্পষ্ট দ্বিধায় আছেন সেটি স্পষ্ট!

তবে আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের খেলোয়াড় তালিকা পাঠাতে হবে। এর মধ্যেই অবশ্য তামিম তার মত জানাবেন বলে জানান লিপু।

গাজী আশরাফ লিপু বলেন, ‘দেখুন, আলোচনার সঙ্গে সঙ্গেই ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচকেরা বোর্ডের পক্ষ থেকে জানতে চেয়েছি প্রক্রিয়ার জন্য তিনি অ্যাভেইলেবল আছেন কি না। উত্তর পুরোপুরি পাইনি। আশা করি এক দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব।’

তামিম পরিবারের সঙ্গে কথা বলেই তার মতামত জানাবেন। সেই অব্দি সবাইকে অপক্ষো করতে বললেন প্রধান নির্বাচক।

এদিকে সাকিব আল হাসান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে থাকবেন কীনা এনিয়েও প্রশ্নের মুখোমুখি হন লিপুর। বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কীনা এমন প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু শকিং।’

বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করতে পারেননি সাকিব। এরপর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার কাংখিত ফল আসেনি। চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। যার ফল এখনো আসেনি।

সম্পর্কিত খবর